কোম্পানিতে অবিবাহিত আর কোন কর্মী রাখা হবে না। চাকরি বাঁচাতে হলে করতে হবে বিয়ে। আর আগামী কয়েক মাসের মধ্যে বিয়ে করতে না পারলে চাকরিটাই থাকবে না। চাকরি টিকিয়ে এমনই অদ্ভুত এক শর্ত বেঁধে দিয়েছে একটি কোম্পানি। তারা বলছে অবিবাহিত কিংবা ডিভোর্সি কারোরই ঠাঁই হবে না তাদের প্রতিষ্ঠানে। সহস্রাধিক কর্মীর ওই কোম্পানির এমন ঘোষণায় পড়ে গেছে হইচই।
বয়স বাড়ছে কিন্তু তরুণ-তরুণীরা বিয়ে করছে না। এ নিয়ে চিন্তার শেষ নেই চীনা সরকারের। বিয়ের হার বাড়াতে তাই জারি করা হয়েছে নির্দেশনাও। সেই নির্দেশনা অক্ষরে অক্ষরে পালনের সিদ্ধান্ত নিয়েছে পূর্বাঞ্চলীয় চীনের শ্যাংডং প্রদেশের সুন্নতিয়ান কেমিক্যাল কোম্পানিটি। তারা কর্মীদের জানিয়ে দিয়েছে সেপ্টেম্বর মাস শেষ হওয়ার আগেই কোম্পানির ২৮ থেকে ৫৮ বছরের কেউ অবিবাহিত থাকতে পারবে না।
আগামী জুনের মধ্যেই বিয়ে করতে হবে এমনটাই জানিয়েছে কোম্পানি। তারা বলছে জুনের মধ্যে বিয়ে করতে না পারলেও অবশ্যই সেপ্টেম্বরের মধ্যে বিয়ে সারতে হবে। আর কেউ যদি সেপ্টেম্বর মাসের পরেও অবিবাহিত থাকে তাহলে তাকে চাকরিচ্যুত করা হবে।
এস এইচ/
Discussion about this post