এবারের নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশে। তবে শেষ মুহূর্তে সরে যায় ভেন্যু। রাজনৈতিক পটপরিবর্তনকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতায় টুর্নামেন্ট সরিয়ে নেওয়া হয়েছে। আসরটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। আগামী মাসের ৩ তারিখ পর্দা উঠবে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। ষষ্ঠ বিশ্বকাপ খেলতে বৃহস্পতিবার সকালে আরব আমিরাতের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশের নারী ক্রিকেট দল।
বৃৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল দশটায় আরব আমিরাতের উদ্দেশে রওনা দিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
বাংলাদেশ ২০১৪ সাল থেকে বিশ্বকাপ খেলছে। ঘরের মাঠে সেবার দুটি জয়ই এখন পর্যন্ত মেয়েদের সেরা সাফল্য। গত ১০ বছরে আরও চারটি বিশ্বকাপে অংশগ্রহণ করলেও সেসব টুর্নামেন্টে বাংলাদেশের ফলাফল হতাশাজনক। এবার বিশ্ব মঞ্চে একেকটি জয় তৈরি করবে উদযাপনের নতুন উপলক্ষ্য। দেশ ছাড়ার আগে নিজেদের ছাড়িয়ে যাওয়ার তাড়না ক্রিকেটারদের চোখেমুখে।
আগামী ৩ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই বিশ্বকাপে ‘বি’ গ্রুপে খেলবে নিগার সুলতানা জ্যোতির দল। গ্রুপ পর্বে ম্যাচ আছে চারটি। ৩ অক্টোবর শারজায় বিকেল চারটায় স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশের মেয়েরা। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। এই গ্রুপ সেরা দুই দল যাবে সেমিফাইনালে।
বাংলাদেশের বিশ্বকাপ দল: নিগার সুলতানা জ্যোতি, মারুফা আক্তার, দিপা বিশ্বাস, সাথী রানী, মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মণি, নাহিদা আক্তার, সুলতানা খাতুন, সুবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নাহার, রাবেয়া খান।
সবশেষ চার টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য ভালো পারফর্মম্যান্স করতে পারেনি জ্যোতিরা। গত চার আসরে একবারও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। তবে এবার সেই ধারা ভাঙতে চান বাংলাদেশ অধিননায়ক। গেল মঙ্গলবার মিরপুর শের-ই বাংলায় সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন এমন লক্ষ্যের কথা।
জ্যোতি বলছিলেন, ‘যে পরিসংখ্যানের (জয়খরা) কথা বললেন, আমার মাথায় এটা সবসময় থাকে যে, আমি নিজেও চারটি বিশ্বকাপ খেলেছি, এখনও পর্যন্ত একটা ম্যাচ জিততে পারিনি। অবশ্যই এবার বিশ্বকাপে আমার ব্যক্তিগতভাবে যেমন লক্ষ্য, গোটা দলেরও তেমনই লক্ষ্য যেন আমরা একটা ম্যাচ জিতে শুরু করতে পারি।’
এস আর/
Discussion about this post