দীর্ঘ ১৩ বছর পর আরেকটি বিশ্বকাপ শিরোপা ঘরে তুললো ভারত। শনিবার (২৯ জুন) টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ ওভারে গড়ানো ম্যাচে ৭ রানে তারা হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে।
শিরোপা জয়ের পর ভারতীয় ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সদস্যদের আবেগাপ্লুত হতে দেখা গেছে। নানাভাবে উল্লাস করেছেন তারা। এর মধ্যে ভিন্ন এক চিত্র দেখা গেছে। ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে বার্বাডোজের কেনসিংটন ওভালে পিচের মাটি তুলে খেতে দেখা গেছে।
ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেটারদের উদযাপনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। একটি ভিডিওতে দেখা গেছে, পিচের কাছে গিয়ে শান্ত ও সৌম্যভাবে বসলেন রোহিত। ২২ গজের পিচে পরম মমতায় একটু হাত বোলালেন।
এরপরই আঙুল দিয়ে খুঁচিয়ে তুলে নিলেন পিচের ছোট্ট একটি টুকরা। আঙুল দিয়ে সেটা একটু নাড়িয়ে মুখে দিলেন রোহিত। এরপর আরেক টুকরা তুলে নিয়ে আবারও মুখে দিলেন ভারত অধিনায়ক।
এর আগে, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে ২০০৭ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে শিরোপা ঘরে তুলেছিল ভারত। এরপর ২০১১ সালে তারা সর্বশেষ বিশ্বকাপ শিরোপা জিতেছিল। সেই হিসেবে ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ১৩ বছর পর বৈশ্বিক আসরের শিরোপা; এই জয়ের অনুভূতি ভারতের ক্রিকেটার তো বটেই অধিনায়ক হিসেবে অবশ্যই আরও আনন্দের রোহিতের কাছে।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন রোহিত। শিরোপা জয় নিয়ে তিনি বলেছেন, “আমি এটা খুব করে চেয়েছি। ওই মুহূর্তটার কথা ভাষায় প্রকাশ করা খুব কঠিন। আমি তখন কী ভাবছিলাম, সেটা বলতে চাই না। আমি বলতে চাই না, তখন আমার মনের মধ্যে কী চলছিল। কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে এটা খুব আবেগের মুহূর্ত ছিল।”
রোহিত আরও বলেন, “এটাকেই সেরা সময় বলতে হবে। আমি এটাই বলতে পারি। এর কারণ, যতটা মরিয়া হয়ে আমি এটা জিততে চেয়েছি। আমি এটার জন্য মরিয়া ছিলাম। আমি কাপ জিততে চেয়েছি।”
এ এস/
Discussion about this post