বিশ্ব বাজারে কমেছে জ্বালানি তেলের দাম। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলের দিকে ব্যারেলপ্রতি ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৩৫ ডলার কমে ৮২ দশমিক ৩২ ডলারে দাঁড়িয়েছে। পাশাপাশি ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৩৫ ডলার কমে ৭৭ দশমিক ২৬ ডলারে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানিয়েছেন, সুদের হার কমানোর ক্ষেত্রে নীতি-নির্ধারকরা আরও দুই মাস সময় নিতে পারেন। এই সিদ্ধান্তে ধীরগতিতে প্রবৃদ্ধি হওয়ার পাশাপাশি তেলের চাহিদা কমতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, সপ্তাহের ভিত্তিতেও কমতে যাচ্ছে উভয় বেঞ্চমার্কের দাম। এর আগের দুই সপ্তাহ দাম বাড়তির দিকে ছিল। তবে চাহিদা ও সরবরাহের উদ্বেগের কারণে শিগগিরই দাম আরও বাড়তে পারে বলে ইঙ্গিত মিলেছে। তবে বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রসহ সুদের হার বাড়তি থাকলেও তেলের চাহিদা ভালো অবস্থানে রয়েছে। জেপিমরগ্যান নির্দেশন সূচক বলছে, ২১ ফেব্রুয়ারির পর থেকে তেলের চাহিদা বেড়েছে। ফলে প্রতিদিন ১৭ লাখ ব্যারেল তেল প্রয়োজন হচ্ছে। শুক্রবার এক বিশ্লেষণে এ তথ্য জানানো হয়।
এ এস/
Discussion about this post