কুমিল্লার বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ উপজেলা যুবলীগের সভাপতি জি এম জাকারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ মার্চ ২০২৫) দুপুরে সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জি এম জাকারিয়া হলেন বুড়িচং উপজেলা যু্বলীগের সভাপতি, আওয়ামী লীগের সহসভাপতি ও সদর ইউনিয়নের আরাগ আনন্দপুর গ্রামের বাসিন্দা।
বুড়িচং থানার ওসি আজিজুল হক কালের কণ্ঠকে জানান, জি এম জাকারিয়াকে বুড়িচং সদর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
তার নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলা রয়েছে। উক্ত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।
এস এইচ/
Discussion about this post