প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিশেষ বৈঠক করবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। আগামীকাল বুধবার (৪ ডিসেম্বর) বিকেল ৫ টায় রাষ্ট্রীয় অতিথি ভবনে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার এ কথা বলেন।
তিনি বলেন, আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ সব ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনায় বসছেন প্রধান উপদেষ্টা। বুধবার সব ধর্মীয়ও সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ইন্ডিয়ান মিডিয়া বাংলাদেশ নিয়ে মিস ইনফরমেশন ছড়াছে। আমাদের ইমেজ নষ্ট হচ্ছে। এই ভয়াবহ তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে গনমাধ্যমকে দাঁড়াতে হবে। সেই সাথে ঐক্য ধরে রেখে এই অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
সূত্রঃ চ্যানেল ২৪
এ ইউ/
Discussion about this post