মালয়েশিয়ার জোহর রাজ্যের একটি পুলিশ স্টেশনে শুক্রবার সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ঘটনায় সন্দেহভাজন হামলাকারী এবং দুই কনস্টেবল নিহত হয়েছেন। এছাড়াও অন্য একজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
মালয়েশিয়ার মিডিয়াকে পুলিশের মহাপরিদর্শক রাজারুদিন বলেছেন, থানার থেকে দূরে সন্দেহভাজন ওই ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে জেআই-সম্পর্কিত অসংখ্য নমুনা খুঁজে পেয়েছে পুলিশ। তার পরিবারের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে সন্দেহভাজনের ৬২ বছর বয়সী বাবাও রয়েছেন। তিনি একজন ‘পরিচিত জেআই সদস্য’ ছিলেন।
জেমাহ ইসলামিয়া বা ‘জে আই’ মূলত ইন্দোনেশিয়া ভিত্তিক একটি জঙ্গী গোষ্ঠী। তারা দক্ষিণ পূর্ব এশিয়ায় ইসলামিক স্টেট প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে।
পুলিশের মহাপরিদর্শক রাজারুদিন আরও জানিয়েছেন যে তিনি তাদের স্পেশাল ব্রাঞ্চকে নির্দেশ দিয়েছেন জোহরের সকল জেআই সদস্যকে গ্রেপ্তার করে তদন্ত করতে। জোহরে জেআইয়ের প্রায় ২০ জন চিহ্নিত সদস্য রয়েছে।
ঘটনার পরিপ্রেক্ষিতে স্ট্রেইটস টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, সন্দেহভাজন হামলাকারী রাত আড়াইটার দিকে জোহর রাজ্যের উলু তিরাম থানায় আসেন। এ সময় দায়িত্বরত এক কনস্টেবলকে গুলি করা হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এরপর গুলির শব্দ শুনে ঘটনাস্থল পরিদর্শন আরেক কনস্টেবল এলে বন্দুক দিয়ে তাকেও গুলি করে হত্যা করা হয় বলে জানা যায় ।
মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম ইস্কান্দার নিহত পুলিশদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। হামলায় নিহত পুলিশ সদস্যরা দুই বছরের কম সময় ধরে কর্মরত ছিলেন। ঘটনার দিন তারা উলু তিরাম স্টেশনের অপরাধ প্রতিরোধ টহল ইউনিটে দায়িত্বরত ছিলেন।
এন এন/
Discussion about this post