বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪ পেলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানীমূলক অনুষ্ঠান তালাশের সিনিয়র রিপোর্টার নাজমুল সাঈদ। টেলিভিশন ক্যাটাগরিতে তিনি সেরা রিপোর্টার হিসেবে নির্বাচিত হন। ‘ফ্ল্যাটের আশায় নিঃস্ব তারা’ শিরোনামে প্রকাশিত অনুসন্ধানটির জন্য এই স্বীকৃতি পান তিনি।
বুধবার (২২ মে) বিকেলে ঢাকাস্থ সিরডাপ মিলনায়তনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ এর উদ্যোগে নিরাপদ নগর দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও ‘বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪’ এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুরি বোর্ডের প্রধান সাবেক প্রধান তথ্য কমিশনার ও আজকের পত্রিকার সম্পাদক ড. মো. গোলাম রহমান, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের সম্পাদক মো. সাইফুল আলম।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস নাজমুল সাঈদের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট ও সনদ তুলে দেন।
নাজমুল সাইদ স্থানীয় পর্যায়ে সাংবাদিকতা শুরু করলেও ঢাকায় আমাদের সময়, আমাদের অর্থনীতি, শীর্ষ নিউজ ডটকম, বাংলামেইল টুয়েন্টিফোর ডটকম, দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকম, দীপ্ত টেলিভিশন, বৈশাখী টেলিভিশন, যমুনা টেলিভিশন ও বর্তমানে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের অনুসন্ধানীমূলক অনুষ্ঠান তালাশের সিনিয়র রিপোর্টার হিসবে কাজ করছেন। অনুসন্ধানী সাংবাদিকতায় খুব সুনামের সাথে কাজ করছেন এই সাংবাদিক।
কাজের স্বীকৃতি হিসেবে নাজমুল সাঈদ প্রথম আলো মাদক বিরোধী পুরস্কার-২০১৮, আহছানীয়া মিশন মাদক বিরোধী পুরস্কার-২০২০, টিআইবি অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার-২০২৩ , ক্র্যাব বেস্ট রিপোটিং অ্যাওয়ার্ড-২০২৩, ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৩। নাজমুল সাঈদ এ বছর মিনা মিডিয়া অ্যাওয়ার্ডের জন্য মনোনিত হয়ে সেরা ৫ এ ছিলেন। এছাড়াও সাংবাদিকতার জন্য বিভিন্ন সম্মননা পেয়েছেন এই সাংবাদিক।
এদিকে, বিভিন্ন ক্যাটাগরিতে বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪ জিতেছেন নিউ এইজ এর রাশেদ আহমেদ, বণিক বার্তার আল ফাতাহ মামুন, সমকালের অমিতোষ পাল ও লতিফুল ইসলাম, সারাবাংলা ডট নেট এর রাজনীন ফারজানা।
এ এস/
Discussion about this post