খালাতো বোনের বিয়ের দাওয়াত খেতে এসে গ্রেফতার হয়েছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা। তার নাম গোলাম গাউস লেমন। তিনি বগুড়ার শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে শাজাহানপুর উপজেলার বি-ব্লক এলাকায় খালার বাড়িতে বিয়েতে এসে জনতার হাতে আটক হন ওই ছাত্রলীগ নেতা। পরে তাকে শাজাহানপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
লেমন শাজাহানপুর উপজেলা রহিমাবাদ এলাকার শাহ আলমের ছেলে। তার বিরুদ্ধে চুরি, অবৈধ মাদক ব্যবসা, চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও শাজাহানপুর থানা পুলিশের ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে।
গত ৫ আগস্টের পর থেকে পলাতক থাকলেও খালাতো বোনের বিয়ে উপলক্ষে বাড়িতে আসেন লেমন। পরে বিষয়টি টের পেয়ে দীর্ঘদিন লেমনের হাতে নির্যাতিতরা তার বাড়ি ঘিরে ফেলে। এ অবস্থায় থানা পুলিশে সংবাদ দেন ওই এলাকার ইউপি সদস্য তাজুল ইসলাম। পরে পুলিশ পৌঁছানোর পর বিক্ষুব্ধ জনতা তাকে পুলিশের হাতে তুলে দেয়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, গতকাল বিকালে উপজেলার বি-ব্লক এলাকা থেকে তাকে (লেমন) গ্রেফতার করা হয়। তার নামে পাঁচটি মামলা রয়েছে।
এস এইচ/
Discussion about this post