কোপা আমেরিকার সেমিফাইনালে উঠল উরুগুয়ে, টাইব্রেকারে হারিয়ে ব্রাজিলকে
কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ব্রাজিল ও উরুগুয়ের মধ্যে ম্যাচটি গোলশূন্য ড্র হলেও, টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয়ী হয়ে সেমিফাইনালে উঠেছে উরুগুয়ে।নির্ধারিত ৯০ মিনিটে কোনো গোল না হলেও, ম্যাচের ৭৪ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হয় উরুগুয়ের মিডফিল্ডার নাহিতাস নান্দেজ।১০ জনের দলেও ব্রাজিল ব্যর্থ হয়েছে গোল করতে।টাইব্রেকারে উরুগুয়ের চারজন খেলোয়াড় সফলভাবে গোল করলেও, ব্রাজিলের এডার মিলিটাও এবং ডগলাস লুইস ব্যর্থ হন।এই ফলাফলে কোপা আমেরিকা থেকে বিদায় নিয়েছে তিতানদের দল ব্রাজিল।
লাস ভেগাসে প্রথমার্ধের শুরুতে সেভাবে আক্রমণে যেতে পারেনি সেলেসাওরা। অন্যদিকে ব্রাজিলের রক্ষণভাগকে বেশ চাপে রেখেছিল উরুগুয়ে।৭৪ মিনিটে মিডফিল্ডার নাহিতাস নান্দেজ লাল কার্ড দেখায় উরুগুইয়ানরা দশজনের দলে পরিণত হয়। কিন্তু সেই সুযোগও কাজে লাগাতে ব্যর্থ দরিভাল জুনিয়রের ব্রাজিল। শেষপর্যন্ত গোলশূন্য ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে এডার মিলিটাও এবং ডগলাস লুইসের দুটি ব্যর্থ শটে স্বপ্নভঙ্গ হয়েছে ব্রাজিলের, বিপরীতে সেমিফাইনালে উঠেছে উরুগুয়ে।
লাস ভেগাসের অ্যালিজেন্ট স্টেডিয়াম পেনাল্টিতে উরুগুয়ের হয়ে প্রথম শট নেন ভালবার্দে। তাতেই বল জালে জড়ান তিন। আর ব্রাজিলের হয়ে প্রথম শট নেন মিলিতাও। প্রথম শটই জালে জড়াতে পারেননি তিনি। দুর্দান্ত দক্ষতায় বল ঠেকিয়ে দেন উরুগুয়ের গোলরক্ষক রোচেত। পরে ব্রাজিলের হয়ে ডগলাস লুইস ও উরুগুয়ের হয়ে গিমিনেজ মিস করলে জমে ওঠে লড়াই। তবে, শেষমেশ মারতিনেল্লির গোলে জয় নিশ্চিত হয় উরুগুয়ের।
এস এম/
Discussion about this post