সামাজিকমাধ্যম এক্স বন্ধ হচ্ছে ব্রাজিলে। অপপ্রচার ঠেকাতে সামাজিকমাধ্যমটির অধিকার ও দায়িত্ব নিয়ে ব্রাজিলের একজন বিচারকের সঙ্গে আইনি লড়াইয়ের পর এমন সিদ্ধান্ত নিয়েছে এক্স কর্তৃপক্ষ।
শনিবার ( ১৭ আগস্ট) অবিলম্বে এর কার্যক্রম বন্ধ হবে বলে ঘোষণা দেয় কর্তৃপক্ষ। প্ল্যাটফর্মটি যা আগে টুইটার নামে পরিচিত ছিল জানিয়েছে, শিগগিরই এর কার্যক্রম বন্ধ হবে কিন্তু এই ঘোষণা দেয়ার পরও এক্সে ঢুকতে পারছিলেন ব্যবহারকারীরা।
এ বিষয়ে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘আমরা গভীরভাবে দুঃখিত যে আমাদের এই সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়েছে। এই সিদ্ধান্তের দায় শুধুমাত্র ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারক আলেকজান্দ্রে ডি মোরেসের উপর বর্তায়।’
এক্সের মালিক ধনকুবের ইলন মাস্কের সঙ্গে বিচারক আলেকজান্দ্রের চলা দীর্ঘ আইনি লড়াইয়ের চূড়ান্ত পরিণতি হলো দেশটিতে এর কার্যক্রম বন্ধ করা। বিচারক আলেকজান্দ্রে বলেছিলেন অনলাইনে বিভ্রান্তি ছড়ানোর বিরুদ্ধে আইনি লড়াই করছেন তিনি।
চলতি বছেরের শুরুর দিকে বেশকিছু অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ দেন বিচারক আলেকজান্দ্রে। এসব অ্যাকাউন্ট থেকে মিথ্যা সংবাদ ও ঘৃণামূলক বার্তা ছড়ানো হত বলে অভিযোগ ছিল। এর মধ্যে কিছু অ্যাকাউন্ট ছিল ব্রাজিলের সাবেক উগ্র
ডানপন্থী প্রেসিডেন্ট জইর বলসোনারোর সমর্থকদের।
বলসোনারো ২০২২ সালের নির্বাচনে হেরে গিয়ে ব্রাজিলের ইলেকট্রনিক ভোটিং সিস্টেমে জালিয়াতির অভিযোগ করেছিলেন।
কয়েক মাস পরে বলসোনারোর সমর্থকরা ফলাফল মেনে নিতে না পেরে ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তারা কংগ্রেস ভবন, সুপ্রিম কোর্টসহ ব্রাজিলের শীর্ষ প্রতিষ্ঠানগুলোতে ভাংচুর চালান।
এরপর ব্রাজিলের সুপিরিয়র ইলেকটোরাল ট্রাইব্যুনালের সভাপতি বিচারক আলেকজান্দ্রে বলেন, ‘মতপ্রকাশের স্বাধীনতা মানে আগ্রাসনের স্বাধীনতা নয়।’
সূত্র: আল জাজিরা
এ ইউ/
Discussion about this post