ব্রাজিলে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা। তাঁকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিওতে জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সেখানে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধান যোগ দিয়েছেন। তাঁদের মধ্যে ছিলেন প্যারাগুয়ের প্রেসিডেন্টও। তবে তিনি হঠাৎ অস্বস্তি বোধ করতে শুরু করেন। তারপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল সোমবার সামারিটানো হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্যারাগুয়ের প্রেসিডেন্টকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন তিনি স্বাভাবিক আছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে প্যারাগুয়ের ভাইস প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানা বলেছেন, প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা সামান্য অসুস্থ হয়ে পড়েছিলেন। পরে তাঁর সঙ্গে কথা হয়েছে। তিনি এখন ভালো বোধ করছেন। তবে কিছু মেডিকেল পরীক্ষার রিপোর্টের জন্য অপেক্ষা করছেন।
এ বিষয়ে আরও তথ্য জানতে ওই হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেও সাড়া পাওয়া যায় নি।
সান্তিয়াগো পেনা গত বছরের মে মাসে লাতিন আমেরিকার দেশ প্যারাগুয়ের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী জি২০-এর শীর্ষ সম্মেলন আজ মঙ্গলবার শেষ হবে। এতে প্রভাবশালী দেশের নেতা ও প্রতিনিধিরা অন্যান্য বিষয়ের পাশাপাশি রাশিয়া-ইউক্রেন সংঘাত ও গাজা পরিস্থিতি নিয়ে কথা বলবেন বলে আশা করা হচ্ছে।
সূত্রঃ রয়টার্স
এ ইউ/
Discussion about this post