ব্রাজিলের পূর্বাঞ্চলীয় আলাগোয়াস অঙ্গরাজ্যে দুর্গম পাহাড়ি রাস্তায় একটি বাস খাদে পড়ে ২৩ জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় সময় রোববার (২৪ নভেম্বর) আলাগোয়াস রাজ্যের ইউনিয়াও দোস পালমারেস শহরের কাছে দুর্গম একটি পার্বত্য সড়কে এ দুর্ঘটনা ঘটে।
এক বিবৃতিতে রাজ্য সরকার জানিয়েছে, দুর্গম পার্বত্য সড়ক থেকে ওই বাসটি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ২২ জন নিহত হন বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান অন্তঃসত্ত্বা এক নারী।
ব্রাজিলের সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, ওই বাসে যাত্রী ছিলেন মোট ৪০ জন। যারা বেঁচে গেছেন, তাদের বেশিরভাগেই কমবেশি আহত হয়েছেন।
এ ঘটনায় আলাগোয়াস রাজ্যে তিন দিনের শোক ঘোষণা করেছেন গভর্নর পাওলো দান্তাস।
এ ইউ/
Discussion about this post