ব্রাজিলের রিও ডে জেনেইরোতে ভারী বৃষ্টিপাত ও ভূমিধসে ১১ জনের মৃত্যু হয়েছে। দেশটির দমকল পরিষেবা বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। চলতি সপ্তাহান্তে সেখানে ভারীর কারণে বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গাছ-পালা ভেঙে পড়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এক প্রতিবেদনে জানানো হয়েছে, বৃষ্টির কারণে রাস্তাঘাট, রাজধানীর মেট্রো লাইন এবং বাড়ি-ঘর প্লাবিত হয়েছে। বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়েছে এবং ভূমিধসের ঘটনা ঘটেছে।
রিও ডে জেনেইরো শহরের মেয়র পাইস জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এদিকে এমন পরিস্থিতিতে ফেডারেল সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা।
দুর্যোগের সময় একটি গাড়ি নদীতে পড়ে যাওয়ার ঘটনায় এক নারী নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারে কাজ করে যাচ্ছেন দমকল বিভাগের কর্মীরা। তবে এখনও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
এর আগে গত বছরের সেপ্টেম্বরে ব্রাজিলের দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড় আঘাত হানে। এতে দেশটির বেশ কয়েকটি শহরে বন্যা পরিস্থিতি তৈরি হয়। সে সময় ২১ জনের প্রাণহানির খবর পাওয়া যায়।
এ জেড কে/
Discussion about this post