ভাড়াটিয়ার ওপর ক্ষুব্ধ হয়ে নিজের বাড়িতেই আগুন ধরিয়ে দিলেন এক মার্কিন বাংলাদেশি। আগুন লাগিয়ে ভাড়াটিয়া তাড়ানোর অভিযোগে রফিকুল ইসলাম নামের এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে স্থানীয় প্রশাসন। এই ঘটনা নিউইয়র্ক সিটির ব্রুকলিনের সাইপ্রাস হিলস সেকশনে।
মার্কিন ফায়ার ডিপার্টমেন্ট জানায়, ভাড়া না দেওয়ায় ভাড়াটিয়ার উপর ক্ষুদ্ধ হয়ে বাড়ির মালিক রফিক নিজেই টু হান্ড্রেড টোয়েলভ ফরবেল স্ট্রিটের বাড়ির সিঁড়িতে আগুন লাগিয়ে দেন।
প্রায় একমাস তদন্তের পর নিউইয়র্ক সিটির ফায়ার ডিপার্টমেন্ট এ তথ্য প্রকাশ করার পরই ফায়ার মার্শাল বাড়ির মালিক রফিকুল ইসলামকে গ্রেফতার করে অভিযুক্ত রফিকুল ইসলামের বিরুদ্ধে অগ্নি সংযোগ এবং হত্যা চেষ্টা মামলার অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, আগুন লাগানোর সময় বাড়িতে থাকা ২ জন বয়স্ক এবং ৬ জন শিশু কিশোর দ্রুত নিরাপদে বাড়ি থেকে বের হয়ে যেতে সক্ষম হয়।
সাইপ্রাস হিলস সেকশনের বাড়িটিতে গত ২৬ সেপ্টেম্বর এ ঘটনাটি ঘটেছিলো। তদন্তকারীরা বলছেন, বাড়িটির দ্বিতীয় তলার ভাড়াটিয়ারা ভাড়া দিচ্ছিলেন না। আবার বাড়িও ছাড়ছিলেন না। এতে ক্ষুব্ধ হয়ে যান রফিকুল ইসলাম। এক পর্যায়ে রাগান্বিত হয়ে বাড়ির সিঁড়িতে আগুন ধরিয়ে দেন এই বাংলাদেশি।
তারপর ভিডিও ফুটেজ এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করে রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তদন্তকারীরা।
Discussion about this post