ভারতের জয়পুরের বেশ কয়েকটি হাসপাতালকে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। রোববার ( ১৮ আগস্ট) স্থানীয় সময় সকাল ৭টায় ই-মেইলে তাদের বোমা হামলার হুমকি দেয়া হয়।
যেসব হাসপাতাল হামলার হুমকি পেয়েছে তার মধ্যে আছে সিকে বিড়লা হাসপাতাল এবং মনিলেক হাসপাতাল। এরই মধ্যে পুলিশ কর্মকর্তা ও বোমা নিষ্ক্রিয়কারী দলকে হাসপাতালে পাঠানো হয়েছে।
জয়পুরের পুলিশ কমিশনার বিজু জর্জ জোসেফ পিটিআইকে জানান, এখন পর্যন্ত চারটি হাসপাতাল বলেছে তারা এই ধরনের (বোমার হুমকি) ই-মেইল পেয়েছে। আরও হাসপাতাল সম্ভবত ই-মেইল চেক করার পর নিশ্চিত করবে বলে জানান তিনি।
ই- মেইলগুলোতে প্রেরক দাবি করেছেন বোমাগুলো হাসপাতালের বিছানার নীচে এবং বাথরুমে রাখা হয়েছে।
শনিবার হরিয়ানার গুরুগ্রামের অ্যাম্বিয়েন্স মলে বোমা হামলার হুমকি পাওয়ার একদিন পর এই ঘটনা ঘটল। সেখানে তল্লাশি করে কোনো সন্দেহজনক জিনিস পাওয়া যায়নি।
এছাড়া বোমা হামলার হুমকি পাওয়ার পর নাভি মুম্বাইয়ের ভাশি এলাকার একটি বিশিষ্ট মল খালি করা হয়েছিল যা পরে গুজব বলে প্রমাণিত হয়।
এর আগে মে মাসে, দিল্লি এবং এনসিআর এর প্রায় ২৫০টি স্কুলও একই ধরনের হুমকি পেয়েছিল। হুমকির পর সেসব স্কুলে ব্যাপক তল্লাশি চালানো হয় এবং স্কুল থেকে বাচ্চাদের নিয়ে যান অভিভাবকরা। সেখানেও কোন কিছু পাওয়া যায়নি।
এদিকে পুলিশ জানিয়েছে যে মেইলগুলো একটি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) ব্যবহার করে পাঠানো হয়েছিল। এছাড়া ব্যবহারকারী ই-মেইল পাঠানোর জন্য একটি রাশিয়ান কোম্পানির মেইলিং সার্ভিস ব্যবহার করেছিলেন বলে জানায় পুলিশ।
সূত্র: হিন্দস্থান টাইমস
এ ইউ/
Discussion about this post