ভারতের উত্তর প্রদেশে মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। প্রয়াগরাজ বা সাবেক এলাহবাদে এই দুর্ঘটনায় আহত অনেকের অবস্থা গুরুতর। এই আয়োজনের বিশেষ নির্বাহী কর্মকর্তা আকাঙ্খা রানা গণমাধ্যমে জানিয়েছেন, পদদলনের মতো পরিস্থিতি তৈরি হওয়ায় এই হতাহতের ঘটনা ঘটেছে।
বুধবার (২৯ জানুয়ারি) মৌনি অমাবস্যাকে সামনে রেখে পূণ্যার্থীদের ব্যাপক জনসমাগম হয় মঙ্গলবার। পূণ্যস্নানের জন্য সেখানে যাওয়া পূণ্যার্থীদের ভিড় সামাল দেয়ার ব্যারিকেড ভেঙে মর্মান্তিক এই দুর্ঘটনা হয়। মূলত ব্যারিকেড ভেঙে গেলে কর্নাটক থেকে যাওয়া অন্তত ৬০ জন মানুষের একটি বহরে হুড়োহুড়ি শুরু হয়। এতে ভিড়ের চাপে পড়া নারী-পুরুষের চিৎকারে আতঙ্ক আশেপাশে ছড়িয়ে পড়ে।
এই মৌনী অমাবস্যাকে কেন্দ্র করে একদিনেই ১০ কোটির বেশি মানুষ সেখানে জড়ো হবেন বলে ধারণা করছে স্থানীয় প্রশাসন। ১৩ জানুয়ারি থেকে গঙ্গা, যমুনা ও অন্তঃসলিলা সরস্বতীর মোহনায় শুরু হওয়া ছয় সপ্তাহব্যাপী কুম্ভমেলা শেষ হবে আগামী ২৬ ফেব্রুয়ারি। প্রয়াগরাজ প্রশাসনের দাবি, এবারের কুম্ভ মেলায় এরইমধ্যে ১৫ কোটি মানুষ অংশ নিয়েছেন।
সূত্র: দ্য হিন্দু
এম এইচ/
Discussion about this post