ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজের ঘটনা ঘটেছে। তার খোঁজে মেয়ে মুমতারিন ফেরদৌস ডিবি কার্যালয়ে গেছেন।
বিকালে তিনি মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে যান।
এর আগে মুমতারিন ফেরদৌস ডরিন গণমাধ্যমকে বলেন, দুদিন ধরে বাবার সঙ্গে যোগাযোগ নেই তাদের। দুশ্চিন্তায় আছেন। সব উপায়ে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন। সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে জানানো হয়েছে। এর আগে গত ১১ মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য কলকাতায় যান।
এ এস/
Discussion about this post