ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের লাশ বুধবার (২২ মে) ভারতের কালকাতার নিউটাউনে পাওয়া গেছে
বাংলাদেশি এই রাজনীতিবিদ কীভাবে মারা গেছেন তা স্পষ্ট নয়। লাশ উদ্ধারের পর ভারতীয় পুলিশ দুইজনকে আটক করেছে।
চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পর গত কয়েকদিন ধরে আনোয়ারুল আজিম আনারকে পাওয়া যাচ্ছিল না।
আরও পড়ুনঃ মানবপাচারের রোধে সহযোগিতা বাড়াতে সম্মত অস্ট্রেলিয়া
এমপির ব্যক্তিগত সহকারী আব্দুর রউফ বলেন, তার পরিবার তার নিরাপত্তার জন্য উদ্বেগের কারণে তার সাথে যোগাযোগ করতে পারেনি। রউফ জানান, আনার চিকিৎসার জন্য ১১ মে ভারতে চলে যান। বৃহস্পতিবার (১৬ মে) তার সঙ্গে শেষ যোগাযোগ হয়। “তারপর থেকে, সমস্ত যোগাযোগ বন্ধ হয়ে গেছে।”
রউফ বলেন, বিষয়টি প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে এবং বিভিন্ন সরকারি গোয়েন্দা সংস্থা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
এ এ/
Discussion about this post