ভারতে পেঁয়াজের দাম পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। কিছুদিন আগেও যে পেঁয়াজ প্রতি কেজি ৪০-৬০ রুপিতে বিক্রি হয়েছে, পাইকারি বাজারে এখন তার দাম উঠেছে ৬০–৭০ রুপিতে। নভেম্বরের শেষ দিকে পেঁয়াজের দাম কমার আশ্বাস দিয়েছে সরকার।
শুক্রবার (১৫ নভেম্বর) খবর ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পেঁয়াজ ছাড়াও ভারতে বেড়েছে আলু, টমেটোর দাম।
দেশটির সরকারি পরিসংখ্যান অনুযায়ী, নভেম্বরের প্রথম সপ্তাহে মাত্র ৪ দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে ২১%। যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে গড়ে ৬০ রুপি কেজি দরে।
প্রথমবারের মতো করাচি থেকে চট্টগ্রাম এলো পণ্যবাহী জাহাজপ্রথমবারের মতো করাচি থেকে চট্টগ্রাম এলো পণ্যবাহী জাহাজ। দাম বাড়ায় ভোক্তারাও উদ্বিগ্ন। দিল্লির এক ক্রেতা এএনআইকে বলেন, “পেঁয়াজের দাম মৌসুম অনুযায়ী কমার কথা। আমি ৭০ রুপিতে এক কেজি পেঁয়াজ কিনেছি। সরকারকে অনুরোধ করছি, সবজির দাম কমান; বিশেষ করে যেগুলো আমরা প্রতিদিন ব্যবহার করি।”
ভারতের সবচেয়ে বড় পেঁয়াজের বাজার মহারাষ্ট্রের লাসালগাঁওতে অবস্থিত। ৪ নভেম্বর সেখানে পেঁয়াজ বিক্রি হয়েছে প্রতি কেজি ৪৭.৭০ রুপিতে। যা ৭ নভেম্বর বেড়ে দাড়ায় ৫৭.৭০ রুপিতে। দাম এখনও সেই পর্যায়েই আছে।
এম এইচ/
Discussion about this post