শিক্ষার্থীদের হাতের তালুতে গরম তেল ঢেলে দেয়ার ঘটনায় ভারতে প্রধান শিক্ষকসহ শিক্ষাপ্রতিষ্ঠানটির তিন শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। নির্ধারিত টয়লেট ব্যবহার না করে খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করায় অন্তত ২৫ শিক্ষার্থীকে এ শাস্তি দেয়া হয়। গত শুক্রবার (৮ ডিসেম্বর) ছত্তিশগড়ের কোন্দাগাঁও জেলার কেরওয়াহি মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়া।
জানা যায়, শুক্রবার (০৮ ডিসেম্বর) ছত্তিশগড়ের আদিবাসী অধ্যুষিত কোন্ডাগাঁওয়ের মাকাড়ি ব্লকের একটি স্কুলে দুপুরের খাবারের পর কয়েকজন শিক্ষার্থী টয়লেটের বাইরে মল-মূত্র ত্যাগ করে। পরে প্রশ্ন করা হলে ভয়ে ওই শিক্ষার্থীরা কোনো উত্তর দিতে পারেনি। এতে করে আরও বেশি ক্ষুব্ধ হয় শিক্ষকরা। পরে শিক্ষার্থীদের একটি লাইনে দাঁড় করিয়ে একজনকে দিয়ে আরেকজনের হাতে গরম তেল ঢালানো হয়।
প্রতিবেদনে বলা হয়, এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। স্কুল কর্তৃপক্ষের নজরদারির মধ্যেই এ ঘটনা ঘটায় অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। রাজ্যের শিক্ষা বিভাগ তাৎক্ষণিক পদক্ষেপ নেয় এবং প্রধান শিক্ষকসহ তিনজনকে বরখাস্ত করে।
অভিভাবকেরা জানিয়েছেন, দুপুরের খাবার প্রস্তুতের সময় রান্নাঘর থেকে তেল আনা হয়। এ সময় শিক্ষার্থীদের একে অপরের হাতে গরম তেল ঢালতে বাধ্য করেন শিক্ষকেরা।
ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই তা শিক্ষা মন্ত্রণালয়ের নজরে আসে। স্থানীয় শিক্ষা কর্মকর্তা তাহির খান জানিয়েছেন, বিষয়টি প্রকাশ্যে আসতেই জেলা শিক্ষা দপ্তর একটি তদন্তকারী দল গঠন করে। দলটি তদন্ত শুরু করেছে। খুব শিগগিরই তারা রিপোর্ট দেবে। তবে আপাতত তিন শিক্ষককে বরখাস্ত করা হয়েছে।
এদিকে কোন্দাগাঁও জেলা শিক্ষা কর্মকর্তা মধুলিকা তিওয়ারি বলেন, কমপক্ষে পাঁচ শিক্ষার্থীর হাতে ফোসকা দেখা দিয়েছে। তবে তিনি জানিয়েছেন স্কুলের শিক্ষকরাই এ কাজ করিয়েছেন। তবে তেল অতটা গরম ছিল না বলে দাবি করেন মধুলিকা। তিনি ২৫ শিক্ষার্থী আহত হওয়ার দাবি অস্বীকার করেন।
Discussion about this post