অবৈধভাবে ভারতে প্রবেশ করার অভিযোগে দুই নারীসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার (৩ ফেব্রুয়ারি) পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণার বাগদা থানার তিনটি এলাকায় অভিযান চালিয়ে অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করা হয়েছে।
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ থামানোর প্রতিশ্রুতি দিয়ে বিএসএফ জানিয়েছে, এসব ভারতীয় ও বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে কাঁটাতার পার হওয়ার অভিযোগে গ্রেপ্তার করে বাগদা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এরপর আদালতে হাজির করলে ১৪ দিনের কারাদণ্ড দিয়েছেন বিচারক।
জানা গেছে, শুক্রবার তিন বাংলাদেশিসহ দুই ভারতীয় দালালকে গ্রেপ্তার করে বনগাঁর আদালতে পাঠিয়েছিল পুলিশ। তারপর শনিবার আবার বাগদার বিভিন্ন এলাকা থেকে ১১জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।
গ্রেপ্তারদের নাম উল্লেখ করে বিএসএফ জানিয়েছে, বাগদার জিয়ালা মোড়, হেলেঞ্চা বাজার ও বানেশ্বরপুর বাজার থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন, হৃদয় চৈতন্য, আবির চন্দ্র মৃধা, লিপি রানী মৃধা, পপি আখতার, আব্দুর রহিম, শ্যামল সরকার, মোয়াজেম শেখ, মোহাম্মদ ইউসুফ, সঞ্জিত বিশ্বাস, বাপ্পা সেন ও নীরব বিশ্বাস।
এফএস/
Discussion about this post