দেশের বিভিন্ন স্থল বন্দর দিয়ে ভারত থেকে প্রচুর পরিমাণে আলু ও পেঁয়াজ দেশে ঢুকেছে। এছাড়া আরো অনেক আলু-পেঁয়াজ বোঝাই ট্রাক বাংলাদেশে ঢোকার অপেক্ষায় আছে। বিভিন্ন বন্দর সূত্রে এ তথ্য জানা গেছে।
সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর দিয়ে পেঁয়াজ ও আলুর আমদানি স্বাভাবিক রয়েছে। বুধবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ৩টা পর্যন্ত এ বন্দর দিয়ে ভারত থেকে সাত ট্রাক পেঁয়াজ ও ১৫ ট্রাক আলু প্রবেশ করছে।
বন্দরের আলু ও পেঁয়াজ আমদানিককারক মো. মোহসিন বলেন, সকাল থেকে ভোমরা বন্দরে ২২ ট্রাকে আলু ও পেঁয়াজ আমদানি হয়েছে। এছাড়া ভারতীয় অংশে ঘোজাডাঙা বন্দরে এখনও ৩০ ট্রাক পণ্য বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে। সন্ধ্যার আগে এগুলো বাংলাদেশে আসতে পারে।
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আলু-পেঁয়াজ আমদানি স্বাভাবিক রয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকালে ১৫ ট্রাকে ৪০০ মেট্রিক টন পেঁয়াজ ও চার ট্রাকে ১১০ মেট্রিক টন আলুর আমদানি হয়েছে।
বন্দর সূত্রে জানা গেছে, রোববার ১৪ ট্রাকে ৩৯৬ মেট্রিকটন পেঁয়াজ এবং ৭২ ট্রাকে দুই হাজার ৩৯ মেট্রিক টন আলু আমদানি হলেও সোমবার দুই ট্রাক ৭২ মেট্রিকটন আলু আমদানি হয়।
সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাঈনুল ইসলাম জানান, দুপুর ২টা পর্যন্ত ৮ থেকে ১০ ট্রাক আলু ও পেঁয়াজ সোনামসজিদ স্থলবন্দর দিয়ে প্রবেশ করেছে। প্রবেশের অপেক্ষায় রয়েছে আরও আনুমানিক ২০০ ট্রাক পেঁয়াজ ও আলু। তবে মোট কত ট্রাক পেঁয়াজ ও আলু প্রবেশ করছে তা রাতে বিস্তারিত জানানো যাবে।
এ ইউ/
Discussion about this post