জার্মানিতে ভারী তুষারপাতের কারণে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে অচল হয়ে পড়েছে পুরো দেশটি। শনিবার (২ ডিসেম্বর) ব্যাভারিয়ান রাজ্যের রাজধানী মিউনিখে বিমান ও রেল চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শনিবার দুপুরে ফ্লাইট স্থগিত করার পর মিউনিখ বিমানবন্দর রবিবার সকাল ৬টা পর্যন্ত বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে। শীতের আবহাওয়ায় ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটায় রেল পরিচালক ডয়েচে বাহন বলেছে, মিউনিখ শহরের প্রধান স্টেশন থেকে রেল চলাচল সম্ভব নয়। খবর এএফপি’র।
মিউনিখ বিমানবন্দরের মুখপাত্র জানান, মোট ৭৬০টি ফ্লাইট তুষারপাতের কবলে পড়েছে। জার্মানির আবহাওয়া পরিষেবা দপ্তর জানিয়েছে, শুক্রবার থেকে শনিবার ৪০ সেন্টিমিটার বা ১৬ ইঞ্চি তুষার পড়েছে। এই পরিস্থিতিতে নিরাপত্তার জন্য সব নাগরিককে ঘরে থাকতে বলেছে কর্তৃপক্ষ।
খবরে জানা গেছে, ভারী তুষারপাতের কারণে বায়ার্ন মিউনিখ বনাম ইউনিয়ন বার্লিনের মধ্যকার শনিবারের ফুটবল চ্যাম্পিয়নশিপ ম্যাচটিও বাতিল করা হয়েছে। লোয়ার বাভারিয়ার পুলিশ জানিয়েছে, তুষারপাতের ঘটনায় গাড়ি দুর্ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।
আবহাওয়ার পূর্বাভাস অনুসারে, বাভারিয়ার দক্ষিণে অলগাউতে আরও ৩০ থেকে ৪০ সেন্টিমিটার তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
Discussion about this post