ময়মনসিংহের ভালুকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ দিনের স্টুডেন্ট কনফারেন্স। আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি এই আয়োজন করেছে হেইলিবারি ভালুকার ক্যাম্পাসে। সম্মেলনে থাকছে বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে আলোচনা। অংশ নিবে বাংলাদেশ, ভারত ও যুক্তরাজ্যের একশ শিক্ষার্থী। শনিবার (১ জুন) দুপুরে রাজধানীতে সংবাদ সম্মেলনে এসব তথ্য দিয়েছে আয়োজকরা।
আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি-এমআইটি। প্রথমবার বাংলাদেশে সম্মেলনের আয়োজন করছে। বিজ্ঞান ও প্রযুক্তিতে কিশোরদের প্রশিক্ষিত করতেই এ আয়োজন। হেইলিবারি ভালুকা ক্যাম্পাসে কনফারেন্স অনুষ্ঠিত হবে ১১-১৫ জুন। আসছেন এমআইটির চার শিক্ষক ও ছয় শিক্ষার্থী।
আরও পড়ুনঃ যুদ্ধ চাই না, সবসময় শান্তি চাই: প্রধানমন্ত্রী
হেইলিবারী ভালুকার ফাউন্ডিং হেডমাস্টার সাইমন ও গ্রেডি বলেন, ‘অংশ নেয়া শিক্ষার্থীরা আন্ডার ওয়াটার রোবটসহ বিভিন্ন উদ্ভাবনের সাথে পরিচিত হতে পারবে। সেগুলো পরিচালনা করার জ্ঞান অর্জন করতে পারবে। এছাড়া, আন্ডার ওয়াটার হ্যারি পটার কুইডিচ প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ থাকছে।’
১১-১৪ বছর বয়সী শিক্ষার্থীরা এই সম্মেলনে অংশ নেবে। বাংলাদেশ, ভারত ও ব্রিটেনের একশ শিক্ষার্থী এ সুযোগ পাচ্ছে।
সাইমন ও গ্রেডি বলেন, ‘প্রকৌশলী ও উদ্ভাবনী চিন্তা বাড়াতে এই আয়োজন বেশ কাজে আসবে। এমআইটির মত প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীর প্রশিক্ষণ শিক্ষার্থীদের অনুপ্রেরণাও জোগাবে।’
তিন দেশের মধ্যে বাংলাদেশের বেশি সংখ্যক শিক্ষার্থী এই কনফারেন্সে সুযোগ পাচ্ছে।
এ এ/
Discussion about this post