বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত রাজধানীর যাত্রাবাড়ীতে পারভেজ মিয়া হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ চার আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক এই রিমান্ড মঞ্জুর করেন, এরপর আসামিদের কারাগারে পাঠানো হয়।
এ সময় পলককে হাতকড়া পরা, বুলেটপ্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট পরিধান অবস্থায় দেখা যায়। কারাগারে নেওয়ার পর পলক সাংবাদিকদের বলেন, `ভয় দেখিয়ে নয়, ভালোবাসা দিয়ে জয় করতে হয়।’ তবে তিনি কার উদ্দেশ্যে এই বার্তা দিচ্ছেন, এমন প্রশ্নে তিনি চুপ থাকেন। এদিকে পাশেই দাঁড়িয়ে থাকা আইনজীবীরা জানান,`আপনারা দেখতে পাচ্ছেন, কারা ভয় ছড়াচ্ছে।’
পলকের রিমান্ড শুনানি শেষে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি সংবাদ সম্মেলনে বলেন, ‘আসামি পলককে বিভিন্ন থানার মামলায় ৬০ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এখনো ২৪ দিনের রিমান্ড পেন্ডিং আছে।
এর আগে যাত্রবাড়ী থানার এক মামলায় রিমান্ডে নিলে আসামি পলক শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তাই আজকের মামলায় আমরা রিমান্ড বাতিল চেয়েছি। প্রয়োজনে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য বলি। শুনানি শেষে আদালত আসামির রিমান্ড মঞ্জুর করেন।
সকালেই আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক নাজমুল হাসান আসামিদের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এম এইচ/
Discussion about this post