সোশ্যাল ইনফ্লুয়েনসার ও দেশের আলোচিত নারী উদ্যোক্তা রুবিয়াত ফাতিমা তনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঠোঁট কাটা স্বভাবের নারী হিসেবে বেশ সুপরিচিত আছে তার। ফেসবুকে তিনি অধিকাংশ সময় সরব থাকেন তার পোশাকের ব্যবসা নিয়েই। কিন্তু বেশ কিছুদিন ধরে সময়টা খারাপ যাচ্ছে এই উদ্যোক্তার। তা চক্ষুগোচর হয় তার সাম্প্রতিক কিছু পোস্ট দেখে।
তনির ফেসবুক পাতায় দেখা মেলে শুধু হাহাকার। জানালেন, জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন তনি। কারণ, বেশ কয়েকদিন ধরে অসুস্থ রয়েছেন তার স্বামী। যদিও কি অসুখে ভুগছেন, তা কোথাও উল্লেখ করেননি।

এদিকে বুধবার (৯ অক্টোবর) তনি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। যেখানে তিনি লিখেন, ভিউ ব্যাবসা করতে যেয়ে প্লিজ কেউ মিথ্যা খবর ছড়াবেন না। এমনিতেই পাগল পাগল লাগছে, আপনাদের মিথ্যা নিউজে আমি আরো পাগল হয়ে যাবো। আমার হাসব্যান্ড Sadad Rahman Bumrungrad Hospital, Bangkok এ আইসিইউ তে লাইফ সাপোর্টে আছেন, আমি তার সাথেই আছি, পারলে দোয়া করবেন, দয়া করে উল্টো পালটা নিউজ করবেন না।
তনি বেশ কিছুদিন ধরে স্বামীকে নিয়ে বেশ খারাপ সময় কাটচ্ছেন। যা তার ফেসবুকে চোখ দিলেই বুঝা যায়। মঙ্গলবার (৮ অক্টোবর) স্বামীকে নিয়ে তনি লিখেন, কে কি বলবে, আগে পিছে কি হবে কোনো কিছু না ভেবেই বিয়ে করেছিলাম শুধু মাত্র তোমার ভালবাসা দেখে। কত ভালবাসতে তুমি আমাকে! কেন ছেড়ে চলে যেতে চাচ্ছো? আমাকে এত যত্ন কে করবে!
প্রসঙ্গত, তনির স্বামী একজন সফল ব্যবসায়ী। যদিও দুজনের বয়সের ব্যবধান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়সই কটাক্ষের মুখে পড়েন এই নারী উদ্যোক্তা। এ সবের জবাবও দিয়েছেন তিনি।
শাহাদাৎ হোসাইন তনির দ্বিতীয় স্বামী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাৎকে। প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সব ঠিক করে নেন তিনি।
এম এইচ/
Discussion about this post