বিতর্ক যেন শেষই হচ্ছে না ব্যালন ডি’অর নিয়ে। চলতি বছরের ২৮ অক্টোবর ডি’অর জেতেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। এরপর থেকে শুরু হয় বিতর্ক। অনেকেই প্রকাশ করেন ভিন্ন মত। এবার সেই তালিকায় যোগ দিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনিও মনে করেন এই পুরস্কারের যোগ্য দাবিদার ছিলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র।
শুক্রবার (২৭ ডিসেম্বর) দুবাইয়ে অনুষ্ঠিত গ্লোব সকার অ্যাওয়ার্ডসে যোগ দেন সিআরসেভেন। এ সময় ব্যালন ডি’অর প্রসঙ্গে বলেন, ‘আমার মতে, ভিনিসিয়ুসই ব্যালন ডি’অর জয়ের যোগ্য ছিল। এটি রদ্রিকে দেওয়া হয়েছে, সেও যোগ্য, কিন্তু ভিনিসিয়ুসের ক্ষেত্রে অন্যায় হয়েছে। সে চ্যাম্পিয়নস লিগ জিতেছে এবং ফাইনালে গোলও করেছে।’
ব্যালন ডি’অর এর আয়োজক ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ এর সমালোচনাও করেছেন রোনালদো, ব্যালন ডি’অর আয়োজক ফ্রান্স ফুটবল বরাবরই বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে থাকে। তবে গ্লোব সকার অ্যাওয়ার্ডসের প্রশংসা করেন তিনি বলেন, ‘এ কারণেই আমি গ্লোব সকার অ্যাওয়ার্ডসকে ভালোবাসি। তারা সৎ।’
ব্যালন ডি’অর জিততে না পারলেও গত ১৭ ডিসেম্বর ফিফার বর্ষসেরার পুরস্কার ‘দ্য বেস্ট’ জিতেছেন ভিনি। সেখানে রদ্রিকে ৫ পয়েন্ট ব্যবধানে হারান। দ্য বেস্টে ভোট দিয়েছেন ফিফার সদস্যদেশগুলোর কোচ, অধিনায়ক, সাংবাদিক ও অনলাইন ব্যবহারকারীরা।
এস এইচ/
Discussion about this post