ভিন্নধর্মের ছেলের সঙ্গে সম্পর্কের কারণে বোন সোনাক্ষী সিনহার বিয়েতে মত ছিল না ভাই লাভ সিনহার। যা নিয়ে কম জলঘোলা হয়নি। সরাসরিই জানিয়েছিলেন নিজের অপছন্দের কথা। তবুও বিয়ে তো আর আটকে যায়নি। সোনাক্ষী তার পছন্দের মানুষের গলাতেই মালা দিয়েছেন। তবুও যেন বোনের প্রতি রাগ কমেনি ভাইয়ের। এবার সরাসরি সোনাক্ষীকে ছেঁটে ফেললেন পরিবার থেকে।
সম্প্রতি বিয়ে করেছেন সোনাক্ষী ও জাহির ইকবাল। ভিন্নধর্মে বিয়েতে নাকি সম্মতি ছিল না সিনহা পরিবারের। যে কারণে বোনের বিয়েতে হাজির ছিলেন না ভাই লা। সিনহা। অভিনেত্রীর বিয়েতে কেন তার ভাই উপস্থিত ছিলেন না তা নিয়ে সপ্তাহখানেক ধরে চলেছে জল্পনা। এরপর সোনাক্ষীর ভাই জানান, যাদের তিনি পছন্দ করেন না তাদের আশেপাশেও থাকেন না।
এস এম/
Discussion about this post