ময়মনসিংহের ধোবাউড়ায় ভিমরুলের কামড়ে বাবা ও মেয়ের পর মারা গেল ছেলে সিফাত উল্লাহও। শনিবার (১২ অক্টোবর) রাত ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।সিফাত উল্লাহ (সাড়ে ৩) ধোবাউড়া উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নের দুধনই গ্রামের আবুল কাশেমের ছেলে।এর আগে দুপুরে আবুল কাসেম (৪৮) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও তার মেয়ে লাবিবা আক্তার ধেবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। আবুল কাসেম স্থানীয় দুধনই মসজিদের ইমাম ছিলেন।
স্থানীয় ও পুলিশ জানায়, শনিবার সকাল ১০টার দিকে দুধনই গ্রামের আবুল কাসেম বাড়ি থেকে নৌকা দিয়ে লাকড়ি সংগ্রহের উদ্দেশ্যে দুই সন্তানসহ বের হয়েছিলেন। পাশেই একটি বাঁশঝাড়ে নৌকা আটকে গিয়ে ভিমরুলের বাসা ভেঙে যায়। এরপর তাদের হুল ফোটান ভিমরুল। এতে তিনজন গুরুতর আহত হলে তাদের ধেবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।এ বিষয়ে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, স্থানীয়রা বাবা ও দুই সন্তানকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মেয়ে লাবিবাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং বাবা-ছেলেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আবুল কাশেম মারা যান। রাত ১০টার দিকে সেখানে চিকিৎসাধীন থেকে সিফাত উল্লাহও মারা যায়।
এস এম/
Discussion about this post