যুক্তরাষ্ট্রের ভিসা পেতে তথ্য জালিয়াতির বিষয়ে সতর্কতা জারি করেছে বাংলাদেশে অবস্থিত দেশটির দূতাবাস। আজ শুক্রবার দূতাবাস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারির কথা জানানো হয়।
এর আগে গত বুধবার অভিযান চালিয়ে বিভিন্ন এজেন্সির সঙ্গে জড়িত তথ্য জালিয়াত চক্রের ছয়জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিসার জন্য আবেদনকারীরা ভিসা আবেদন ফর্ম এবং সাক্ষাৎকারের কাগজপত্রে দেওয়া তথ্যের বিষয়ে দায়বদ্ধ। এ কারণে তাদের ওয়েবসাইটে তথ্য দেওয়ার পর তা সঠিকভাবে যাচাইয়ের আহ্বান জানিয়ে এতে বলা হয়, ভিসা প্রক্রিয়া এবং সাক্ষাৎকারের সময় সঠিক তথ্য দেওয়া বাঞ্ছনীয়।
ভিসা আবেদনের ক্ষেত্রে কোনো ধরনের তৃতীয় পক্ষের দরকার নেই বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, তথ্য জালিয়াতের কারণে যে শুধু ভিসা বাতিল হতে পারে, তা নয়; এর কারণে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞাও জারি করা হতে পারে।
এ ইউ/
Discussion about this post