ভুটানে সদ্য সমাপ্ত নির্বাচনে জয়ী হয়ে নতুন প্রধানমন্ত্রী হয়েছেন দেশটির রাজনৈতিক দল পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) শীর্ষ নেতা ও সাবেক প্রধানমন্ত্রী শেরিং তোবগে। বুধবার (১০ জানুয়ারি) ভুটানের পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে প্রধানমন্ত্রী হন শেরিং।
মঙ্গলবার (৯ জানুয়ারি) রাজতন্ত্র–শাসিত হিমালয়ের দেশটিতে ভোট গ্রহণ হয়।
ভুটানের নির্বাচন কমিশনের বরাতে দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল ভুটান ব্রডকাস্টিং সার্ভিস জানিয়েছে, ন্যাশনাল অ্যাসেম্বলির ৪৭টি আসনের ৩০টিতে জয় পেয়েছে পিডিপি। বাকি ১৭টি আসনে জয় পেয়েছে ভুটান তেন্দ্রেল পার্টি।
অন্যদিকে সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী লোটে শেরিং এবং তার রাজনৈতিক দল দ্রুক নিয়ামরুপ শোগপা (ডিএনটি) একটিও আসন পায়নি।
প্রসঙ্গত, ৫৮ বছর বয়সী শেরিং তোবগে একাধারে রাজনীতিবিদ, পরিবেশ আন্দোলন নেতা এবং আইনজীবী। এর আগে ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভুটানের প্রধানমন্ত্রী ছিলেন তিনি।
সূত্র: এনডিটিভি
এফএস/
Discussion about this post