ঢাকার কেরানীগঞ্জে একটি ডেন্টাল ক্লিনিকে ম্যাজিস্ট্রেট পরিচয়ে অভিযান চালাতে এসে মাহবুবুল হক শুভ ও মোতালেব হোসেন কিরণ নামে দুই প্রতারক জনতার হাতে আটক হয়েছেন। পরবর্তীতে তাদেরকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের হেফাজতে তুলে দেওয়া হয়। আটক শুভ ও কিরণ দুজনই রাজধানীর জুরাইন এলাকার বাসিন্দা। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ১০ টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার চরকালিগঞ্জ অলিনগর এলাকায় সেবা ডেন্টাল ক্লিনিকে এই ঘটনা ঘটে।
জানা গেছে, চরকালিগঞ্জ এলাকায় দুলাল ব্যাপারী টাওয়ারের নিচ তলায় সেবা ডেন্টাল ক্লিনিক নামে একটি ডেন্টাল ক্লিনিক পরিচালিত হয়ে আসছে। এমন খবর পেয়ে তারা একজন ম্যাজিস্ট্রেট ও একজন সাংবাদিক পরিচয় দিয়ে অবৈধ ক্লিনিকের মালিকের কাছে প্রতিষ্ঠানের কাগজপত্র দেখতে চায়। এ সময় প্রতিষ্ঠানের কোনো কাগজ না থাকায় তারা প্রতিষ্ঠানের কাগজপত্র করিয়ে দিবে বলে টাকা দাবি করে। তবে আটক দুইজন বিষয়টি অস্বীকার করে বলেন, মালিক নিজেই তাদেরকে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেছেন।
প্রতিষ্ঠানের মালিক বিজয় কুমার জানান, আমি ক্লিনিকে বসে রোগী দেখছিলাম এমন সময় তারা দুজনে এসে একজন ম্যাজিস্ট্রেট ও একজন সাংবাদিক পরিচয় দিয়ে আমার কাছে কাগজপত্র দেখতে চায় এবং তারা আগে এ ধরনের অনেক অভিযান করেছে এমন বেশ কিছু ছবি আমাকে দেখায়। পরে আমার ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে ভয় দেখিয়ে ৫০০০ টাকা নিয়ে চলে যায়। বিষয়টি তাৎক্ষণিক আমি ক্লিনিকের বাইরে গিয়ে আশপাশের দোকানদারদের জানালে তারা ওই দুজনকে আটক করে পরিচয় জানতে চাইলে পরবর্তীতে তারা ভুয়া বলে প্রমাণিত হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার এস আই পীযূষ কুমার জানান, ‘স্থানীয় এক ব্যক্তি থানায় ফোন করে বিষয়টি জানালে আমরা ঘটনাস্থলে গিয়ে দুই ব্যক্তিকে আটক করে থানা হেফাজতে নিয়ে এসেছি।
এ ঘটনায় প্রতিষ্ঠান মালিকের বড় ভাই অজয় কুমার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।’
এম এইচ/
Discussion about this post