ভূমধ্যসাগর পাড়ি গিতে অক্সিজেনের অভাবে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৬ মার্চ) অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধারকারী জাহাজ সি-ওয়াচ ৫ এ তথ্য জানিয়েছে। এ সংক্রান্ত একটি ছবি ফেসবুক পেজ ‘সি ওয়াচ ইন্টারন্যাশনাল’ পেজে পোস্টও করা হয়েছে।
সি-ওয়াচ ৫ জানিয়েছে, ভূমধ্যসাগর থেকে বুধবার ১৭ বছর বয়সী এক যুবককে অসুস্থ অবস্থায় উদ্ধার করে উদ্ধারকারী জাহাজ সি-ওয়াচ ৫। ওই যুবক সাগরে হৃদরোগে আক্রান্ত হয়। এ সময় অক্সিজেনের অভাবে ওই যুবকের মৃত্যু হয়।
সংগঠনটি আরও জানায়, ওই যুবকের জরুরি চিকিৎসার জন্য মাল্টা, তিউনিসিয়া, লিবিয়া এবং সাইপ্রাসের কাছে জরুরি সহায়তা চাওয়া হয়। তবুও তারা সহযোগিতা করেনি। এতে চিকিৎসা অভাবে তার মৃত্যু হয়েছে।
জাহাজ কর্তৃপক্ষ এখনও নিহত কিশোরের জাতীয়তা নিশ্চিত করতে পারেনি। তবে জীবিত উদ্ধার হওয়া অভিবাসীদের বরাত দিয়ে সংস্থাটি জানিয়েছে, ‘নিহত কিশোর একা এসেছিলেন এবং তিনি বাংলাদেশের নাগরিক।
সি-ওয়াচ ৫-এর অপারেশন প্রধান হুগো গ্রেনিয়ার সাংবাদিকদের বলেন, ‘আমরা দুঃখিত এবং ক্ষুব্ধ। আমাদের জাহাজে উদ্ধার হওয়া একজন ব্যক্তি ইউরোপের বিচ্ছিন্নতাবাদী নীতির নতুন শিকারে পরিণত হলেন। চিকিৎসাসেবার জন্য ঘন্টার পর ঘন্টা ধরে অনুরোধ করা সত্ত্বেও কোনো উপকূলীয় দেশ আমাদের অনুরোধে সাড়া দেয়নি।’
এফএস/
Discussion about this post