ফিলিপাইনে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) ভোর পৌনে পাঁচটার দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে এ ভূ-কম্পন আঘাত হানে।
তবে এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের সারঙ্গানি প্রদেশ থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২.১ মাইল) দক্ষিণ-পূর্বে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে ৭০.৩ কিলোমিটার (৪৩.৬ মাইল) গভীরতায় এই ভূ-কম্পনের উৎপত্তিস্থল।
মার্কিন সুনামি সতর্কীকরণ ব্যবস্থা জানিয়েছে, ভূমিকম্পের কারণে সুনামি সতর্কতা জারি করা হয়নি। আর তাৎক্ষণিকভাবে বড়ধরণের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফিলিপাইনে ভূমিকম্প নিত্যদিনের ঘটনা। দেশটি ভূতাত্ত্বিকভাবে ভূমিকম্প সক্রিয় অঞ্চল ‘প্যাসিফিক রিং অব ফায়ারে’ রয়েছে যা জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরজুড়ে বিস্তৃত। গেল বছরের ডিসেম্বরের শুরুতে টানা তিনদিন শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটি। ওই তিনটি কম্পনের মাত্রা ছিল যথাক্রমে রিখটার স্কেলে ৬ দশমিক ৮, ৬ দশমিক ৪ এবং ৭ দশমিক।
সূত্র: গালফ নিউজ
এফএস/
Discussion about this post