জাপানের দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। জারি করা হয়েছে সুনামি সতর্কতা। প্রাথমিকভাবে জানা গেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল নিচিনানের ২০ কিলোমিটার উত্তর-পূর্বে ভূপৃষ্ঠের ২৫ কিলোমিটার গভীরে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে,বৃহস্পতিবার অল্প সময়ের ব্যবধানে দুই বার জাপানের দক্ষিণ উপকূলে ভূমিকম্প আঘাত হেনেছে। প্রথমটির মাত্রা ছিল ৬ দশমিক ৯ এবং দ্বিতীয়টি ছিল ৭ দশমিক ১ মাত্রার। ফলে তীব্রভাবে কেঁপে ওঠে দক্ষিণ-পূর্ব উপকূলের কিউশু এবং শিকোকু এলাকা। তবে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এরপর সুনামি সতর্কতা জারি করা হয় মিয়াজাকি, কোচি, ওইতো, কাগোশিমা এবং এহিমাতে। ভূমিকম্পের পরই জাপানের আবহাওয়া অফিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখে—‘উপকূলীয় অঞ্চলগুলোতে একাধিকবার সুনামি দেখা দিতে পারে। দয়া করে আপতত সমুদ্রে কেউ নামবেন না।’
জাপান বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশ। প্রতি বছর দেশটিতে অন্তত দেড় হাজারবার ভূমিকম্প হয়। অধিকাংশ ভূমিকম্পই মৃদু মাত্রার। তবে চলতি বছরের শুরুতে একবার তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছিল জাপান। ওই ভূমিকম্পে ২৬০ জন নিহত হয়েছিল।
এর আগে ২০১১ সালে ৯ মাত্রার ভয়ঙ্কর ভূমিকম্প আঘাত হেনেছিল। ওই ভূমিকম্পের জেরে সুনামিতে প্রায় ১৯ হাজার মানুষ নিহত হয়েছিল।
Discussion about this post