শেষ হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এখন কেন্দ্রের ফটকে তালা ঝুলিয়ে ভেতরে চলছে গণনা। এর মধ্যেই স্লোগানে স্লোগানে মাতিয়ে রেখেছেন প্রার্থীর কর্মী-সমর্থকরা। স্লোগান দিচ্ছে, ‘এই মাত্র খবর এলো, নৌকা মার্কা জিতে গেলো’।
রবিবার (৭ জানুয়ারি) বিকেল ৪টা ১০ মিনিটে বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ দৃশ্য দেখা যায়। কথা বলে জানা গেলো তারা সবাই নৌকা প্রতীকের সমর্থক। এখনো ফল ঘোষণা না হলেও এমন স্লোগানের কারণ জানতে চাইলে কর্মী-সমর্থকরা জানান, তাদের জয় নিশ্চিত। এজন্যই এমন স্লোগান দিচ্ছেন তারা। ভেতরে চলছে গণনা, বাইরে ‘নৌকা মার্কা জিতে গেলো’ স্লোগান
আসলাম হোসেন নামে যুগলীগের কর্মী পরিচয় দেওয়া এক যুবক সংবাদমাধ্যমকে বলেন, ঢাকা-১১ আসনে নৌকা প্রতীকের কোনো বিকল্প নেই। অন্য প্রার্থী যারা আছেন, তারা কেউ আওয়ামী লীগের প্রার্থী ওয়াকিল উদ্দীনের ধারের কাছেও থাকবে না। এজন্যই ভোটগ্রহণ শেষেই তারা উদযাপন শুরু করেছেন।
বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট দুটি কেন্দ্র। এর মধ্যে একটি প্রায় তিন হাজার এবং অপরটিতে ২ হাজার ৬০০ ভোটার। তবে দুই কেন্দ্রে কত শতাংশ ভোটার ভোট দিয়েছেন, তা জানাননি প্রিসাইডিং অফিসাররা। তারা বলেন, একটু পরই ফল ঘোষণা। তখন সব জানতে পারবেন। ভেতরে চলছে গণনা, বাইরে ‘নৌকা মার্কা জিতে গেলো’ স্লোগান।
ঢাকা-১১ আসনে মোট ভোটার ৪ লাখ ২৬ হাজার ৫৫৫ জন। এ আসনে নারীর চেয়ে পুরুষ ভোটার বেশি। পুরুষ ভোটার ২ লাখ ১৭ হাজার ২২১ এবং নারী ২ লাখ ৯ হাজার ৩৩১ জন। এছাড়া তিনজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২১, ২২, ২৩, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা নিয়ে এ আসনটি গঠিত।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট আটজন প্রার্থী। তারা হলেন—আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ ওয়াকিল উদ্দিন, জাতীয় পার্টির লাঙল প্রতীকে শামীম আহমেদ, আম প্রতীকে এনপিপির প্রার্থী মিজানুর রহমান, বিএনএমের নোঙ্গর প্রতীকে হোসেন আহমেদ আশিক, বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকে মুহাম্মদ মিজানুর রহমান, বিএনএফের টেলিভিশন প্রতীকে সাদিকুন নাহার খান, বাংলাদেশ সুপ্রিম পার্টির একতারা প্রতীকে ফারাহনাজ হক চৌধুরী, গণফ্রন্টের মাছ প্রতীকে শেখ মোস্তাফিজুর রহমান।
এ এস/
Discussion about this post