দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। নির্বাচনে দেশীয় পর্যবেক্ষকের পাশাপাশি দুই শতাধিক বিদেশি পর্যবেক্ষকও বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখেছেন।
রোববার (৭ জানুয়ারি) সকাল সোয়া ৮টায় রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে যান চীনা, মরিশাস, উজবেকিস্তানের পর্যবেক্ষক দল। এছাড়া সকাল সাড়ে ৮টার দিকে কমনওয়েলথ পর্যবেক্ষকরা তেজগাঁও কলেজ কেন্দ্র পরিদর্শনে যান।
এসময়, যুক্তরাজ্যের পার্লামেন্ট মেম্বার ও নির্বাচনী পর্যবেক্ষক মার্টিন ডে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের পরিবেশ ভালো বলে জানিয়েছেন। তবে ভোটার উপস্থিতি এখনো যথেষ্ট নয় বলেও জানান তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ৩৪ দেশের ১২৬ জন বিদেশি পর্যবেক্ষক নির্বাচন কমিশনের অনুমোদন পেয়েছেন। প্রায় ৭০ জন এরইমধ্যে ঢাকায় এসেছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ২২৭ জন বিদেশি নির্বাচন কমিশনে আবেদন করেছিলেন। বিদেশি পর্যবেক্ষকদের মধ্যে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকরাও ছিলেন। এদের মধ্যে ১২৬ জন বিদেশিকে নির্বাচনে পর্যবেক্ষকের দায়িত্ব পালনের অনুমোদন দিয়েছে কমিশন।
এফএস/
Discussion about this post