উৎসবের আমেজে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, হত্যা ও জাল ভোট দিতে গিয়ে গ্রেফতারের মতো বিক্ষিপ্ত অপ্রীতিকর ঘটনা ঘটেছে।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় শুরু হয়েছে ভোটগ্রহণ; বিরতিহীন চলবে বিকেল ৪টা পর্যন্ত।
নির্বাচনী ব্যস্ততার দিনে সকালে ঢাকার সড়কগুলো ছিল গণপরিবহনশূন্য। যে কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। মগবাজার, বাংলামোটর, কারওয়ান বাজার, শাহবাগ, কাকরাইল ও শান্তিনগরসহ রাজধানীর বেশ কয়েকটি সড়ক ঘুরে গণপরিবহনের এ অনুপস্থিতির বিষয়টি চোখে পড়ে।
গণপরিবহন না থাকায় হাঁটা বা রিকশায় ভরসা ছিল সবার।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম চার ঘণ্টায় কত ভোট পড়েছে, কতটি কেন্দ্রে ভোট বন্ধ রয়েছে এবং স্থগিতের পর কতটি কেন্দ্রে পুণরায় চালু হয়েছে সেই হিসাব দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার নির্বাচন ভবনে ইসি সচিব জাহাংগীর আলম বলেন, প্রথম চার ঘণ্টায় অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ১৮ দশমিক ৫০ শতাংশ।
এদিকে মুন্সীগঞ্জ-৩ আসনের মিরকাদিমে নৌকার কর্মী মো. ঝিল্লুকে (৪২) কুপিয়ে হত্যা করার অভিযোগ ওঠেছে প্রতিপক্ষ কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের কর্মীদের বিরুদ্ধে। সকালে মিরকাদিম উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রের পাশে টেঙ্গর শাহী মসজিদের সামনে এ হত্যাকাণ্ড ঘটে। মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো. আকরাম খান এ তথ্য নিশ্চিত করেন।
বরিশাল-৫ আসনে একটি ভোটেকেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। বেলা ১১টার দিকে বটতলা নব আদর্শ স্কুলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জাহিদ ফারুকের সমর্থকরা ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. সালাউদ্দিন রিপনের সমর্থকদের ওপর হামলা চালায়। এতে মাঈনুল নামে স্বতন্ত্র প্রার্থীর এক কর্মী আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
ঝালকাঠির একটি কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে এক যুবক আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়। সকাল সাড়ে ১০টার দিকে ঝালকাঠি-২ আসনে সদর উপজেলার পাকমোহর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
ভোলার লালমোহনের মেহেরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়া পোলিং এজেন্টের ‘প্রক্সি’ দিতে আসা আবদুর রহিম ও জাকির হোসেন নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। সকাল ১০টায় কেন্দ্র পরিদর্শনে গিয়ে উপ-সচিব সুজিত হালদার তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করেন।
বরগুনা-১ আসনে জাল ভোট দিতে গিয়ে মো. সাব্বির নামে একজন আটক হয়েছেন। সকাল ১০টার দিকে সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের পরীরখাল মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে তাকে আটক করা হয়।
কিশোরগঞ্জ-৬ আসনে (ভৈরব) শ্রীনগর ইউনিয়নের বধূনগর ভোট কেন্দ্রের বাইরে দুই গ্রামের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ কারণে সকাল সাড়ে ৯টার দিকে ওই কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর আবারো ভোটগ্রহণ শুরু হয়।
চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকায় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকাল ৯টার দিকে এ সংষর্ঘের সূত্রপাত ঘটে।
জয়পুর সরকারি মহিলা কলেজ ভোট কেন্দ্রের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে পুলিশ বলছে, এটি ককটেল নয়, পটকা ফাটানো হয়েছে। সকাল সোয়া ৯টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী আওয়ামী লীগ নেতা মোস্তাক ও আনসার সদস্য একরামুল হক জানায়, সকাল সোয়া ৯টার দিকে বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরণ হয়। এ সময় আতঙ্কে ভোটাররা এদিক সেদিক ছুটাছুটি করেন। পরে পুলিশ ককটেলের খোলস সরিয়ে ফেলেন।
যশোর শহরের শংকরপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে এক আনসার সদস্য আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সকাল ৮টার কিছুক্ষণ আগে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় ভোটগ্রহণে কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছেন প্রিজাইডিং অফিসার।
অনিয়মের অভিযোগে নরসিংদী-৪ আসনে বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ বাতিল করা হয়েছে।
এদিকে গাজীপুরের উত্তর খাইলকুর জামিয়া রশিদিয়া মাদ্রাসা ও এতিমখানার কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার আব্দুল করিম (৬০) মারা গেছেন। দায়িত্বরত অবস্থায় সকাল সোয়া ৭টার দিকে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
এর আগে সকাল ৮টার দিকে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মায়ের পর ভোট দেন সায়মা ওয়াজেদ পুতুলও। সকাল পৌনে ৯টার দিকে শান্তিনগরে ভোট দিয়ে গণমাধ্যমে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এছাড়াও সকাল সকাল ভোট দেন বেশ কয়েকজন আলোচিত প্রার্থী এবং মন্ত্রী ও শীর্ষস্থানীয় নেতা।
ভোট শুরুর পর পরই দেশীয় পর্যবেক্ষকের পাশাপাশি দুই শতাধিক বিদেশি পর্যবেক্ষকও বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখছেন। সকাল সোয়া ৮টায় রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে যান চীনা, মরিশাস, উজবেকিস্তানের পর্যবেক্ষক দল। এছাড়া সকাল সাড়ে ৮টার দিকে কমনওয়েলথ পর্যবেক্ষকরা তেজগাঁও কলেজ কেন্দ্র পরিদর্শনে যান।
ভোটের পরিবেশ ভালো বলে জানিয়েছেন যুক্তরাজ্যের পার্লামেন্ট মেম্বার ও নির্বাচনী পর্যবেক্ষক মার্টিন ডে। তবে ভোটার উপস্থিতি এখনো যথেষ্ট নয় বলেও জানান তিনি। সকালে ভোটকেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
ঝালকাঠি-১ আসনের আলোচিত নৌকার মাঝি ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম বলেছেন, জনগণ পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছেন। এই নির্বাচন অন্য যেকোনো বারের চেয়ে গুরুত্বপূর্ণ। সকাল সাড়ে ১০টায় নিজ কেন্দ্র ঝালকাঠির রাজাপুর উপজেলার সাঙ্গুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের এ কথা জানান।
গোপন কক্ষে না গিয়ে প্রকাশ্যে নৌকা প্রতীকে ভোট দিয়েছেন জামালপুর-২ আসনের প্রার্থী ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল। সকাল ৯টার দিকে ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি। এ সময় তার সঙ্গে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, দলীয় নেতা কর্মী ও কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন।
এদিকে ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে ডাকা হরতাল কর্মসূচি বাস্তবায়নে রাজধানীর কুর্মিটোলা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী ও তার দলের অনুসারীরা।
এফএস/
Discussion about this post