দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৮টায়। চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত। সকাল ৯টা পর্যন্ত এক ঘণ্টায় ঢাকায় নির্বাচনকেন্দ্রীক অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। তবে, বেশিরভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতিও খুবই কম।
এরমধ্যে সকাল ৮টার কিছু পরে রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোট দিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথাও বলেছেন তিনি। বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারছি এজন্য দেশের মানুষের প্রতি, জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি জানান, অনেক বাধা-বিপত্তি ছিল, কিন্তু দেশের মানুষ তাদের ভোটের অধিকারের বিষয় সচেতন হয়েছে। পাঁচ বছর পর নির্বাচন আসে জনগণ ভোট দেবে, সে নির্বাচনের ভোট দেওয়ার পরিবেশ তৈরি করতে পেরেছে সরকার । যদিও এখানে বিএনপি-জামায়াত জোট জ্বালাও-পোড়াও অনেক ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন।
এদিকে, রাজধানীর শান্তিনগর হাবিবুল্লাহ বাহার কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। রোববার সকাল সাড়ে ৮টায় পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দেন তিনি। এ সময় ভোটার উপস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, কেমন ভোটার উপস্থিতি হয়েছে বা হচ্ছে আমি জানিনা। আমি এসেছি, আমার ভোটটা দিয়ে গেছি।
এস আর/
Discussion about this post