বিশ্ব ফুটবলের সবচেয়ে পুরনো প্রতিযোগিতা হচ্ছে কোপা আমেরিকা। রাত পোহালেই শুরু হবে লাতিন আমেরিকা অঞ্চলের ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকার ৪৮তম আসর। প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও কানাডা। বাংলাদেশ সময় সকাল ৬টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। উদ্বোধনী ম্যাচ জয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু চায় আর্জেন্টিনা।
বিশ্বকাপ এবং কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের শিরোপা ধরে রাখার লড়াই শুরু করার জন্য প্রস্তুত। একই সঙ্গে টুর্নামেন্টের সর্বোচ্চ ১৬তম শিরোপা জিততেও মরিয়া আলবিসেলেস্তেরা। এবার গ্রুপ ‘এ’র ম্যাচে একটি উত্সাহী কানাডিয়ান দলের মুখোমুখি হচ্ছে যারা শতবর্ষী এই টুর্নামেন্টে প্রথমবার অংশ নিচ্ছে।
আর্জেন্টাইন কাপ্তান লিওনেল মেসি তার ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ট্রফি জয় উদযাপন করেন কোপা আমেরিকা জয়ের মধ্য দিয়েই। ১৯৯৩ সালের পর ২০২১ সালের ফাইনালে তাদের চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার মুকুট অর্জন করে তারা। এরপর ২০২২ বিশ্বকাপে আরেকটি সফলতা লা আলবিসেলেস্তেদের। কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে মেসির নেতৃত্বাধীন দল রোমাঞ্চকর ফাইনালে পেনাল্টিতে ফ্রান্সকে পরাজিত করে ১৯৮৬ সালের পর স্পর্শ পায় সোনালি ট্রফির।
লিওনেল স্কালোনির দল বিশ্বকাপ সাফল্যের পর থেকে দুর্দান্ত ফর্মে রয়েছে। ১৪টি ম্যাচের মধ্যে জিতেছে ১৩টি। সর্বশেষ কোপার আগে প্রস্তুতিমূলক দু’টি প্রীতিম্যাচে আর্জেন্টিনা ১-০ স্কোরলাইনের ইকুয়েডরকে এবং পরের ম্যাচে গুয়াতেমালাকে ৪-১-এ পরাজিত করে। এর আগে গত অক্টোবরে বিশ্বকাপ ২০২৬ ল্যাটিন অঞ্চলের বাছাইয়ে হেরেছিল উরুগুয়ের কাছে। কোপায় গ্রুপ ‘এ’তে বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ কানাডা, চিলি ও পেরু। নিশ্চিতভাবেই গ্রুপের ফেবারিট মেসি বাহিনী।
আর্জেন্টিনা ১৫ বার কোপা আমেরিকার বিজয়ী। অন্য দিকে কানাডা এই প্রতিযোগিতায় ছয়টি কনকাকাফ দলের একটি হিসেবে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে এবং প্রথমবারের মতো উপস্থিতি এই টুর্নামেন্টে। ২০২৩-২৪ কনকাকাফ নেশন্স লিগে চারটি সেরা দলের একটি হিসেবে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছিল কানাডা। এরপর প্লে অফের মধ্য দিয়ে জায়গা করে নেয়।
আর্জেন্টিনার বিপক্ষে এখন পর্যন্ত একবার মুখোমুখি হয়েছে কানাডা। প্রথম সাক্ষাতে কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা দ্বারা পরিচালিত দলটি প্রীতিম্যাচে ২০১০ সালের মে মাসে ৫-০ পরাজিত করেছিল কানাডাকে। আর্জেন্টিনা বনাম কানাডার ম্যাচটি সরাসরি দেখা যাবে টি-স্পোর্টসে। এছাড়া ফক্স স্পোর্টস ও ফুবো টিভিবর ওয়েবসাইটে সরাসরি দেখা যাবে ম্যাচটি।
এ এস/
Discussion about this post