জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মদিনা-চট্টগ্রাম রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ বলেন, “প্রথম মদিনা-চট্টগ্রাম ফ্লাইটটি ১৩৮ জন যাত্রী নিয়ে এসেছিল। তারা একটি বোয়িং 787 ড্রিমলাইনারে করে পৌঁছান।”
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চট্টগ্রাম জেলা ব্যবস্থাপক সজল কান্তি বড়ুয়া জানান, বিমানটি চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রী আনলোড করে তারপর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে রওনা হয়।
সজল বলেন, চট্টগ্রাম থেকে সৌদি আরবগামী যাত্রীদের এখন বিমানের ফ্লাইটে সপ্তাহে তিন দিন জেদ্দা যাওয়ার সুযোগ রয়েছে। এছাড়া যাত্রীরা স্বাচ্ছন্দ্যে প্রতি বৃহস্পতিবার মদীনায় পৌঁছাতে পারবেন এবং মঙ্গলবার মদিনা থেকে সরাসরি চট্টগ্রামে ফিরতে পারবেন।
এদিকে, গ্রুপ ক্যাপ্টেন তসলিম চট্টগ্রাম থেকে ফ্লাইট পরিষেবার ভবিষ্যৎ সম্প্রসারণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন, অদূর ভবিষ্যতে নতুন রুটে স্বনামধন্য এয়ারলাইন্সের কার্যক্রম শুরুর প্রত্যাশা করেন।
এ জেড কে/
Discussion about this post