হজরত মোহাম্মদ (সা.)-এর জীবনী নিয়ে মদিনা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ছাত্র কমিউনিটির উদ্যোগে ‘সিরাত উপস্থাপনা প্রতিযোগিতা- ২৩’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) মদিনার এক মিলনায়তনে এ সিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মদিনা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ছাত্র কমিউনিটির সভাপতি মুনাজ্জির আহমাদের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ইমদাদ উল্লাহ আনসারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মদিনার বাংলাদেশি কমিউনিটির অন্যতম প্রধান উপদেষ্টা, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা জাহাঙ্গীর আলম।
মদিনা বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের ৭টি গ্রুপ ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মুহাম্মদ (সা.)-এর গোটা জীবনীকে বিভিন্ন স্লাইড শোর মাধ্যমে অত্যন্ত আকর্ষণীয়ভাবে উপস্থাপন করেন।
প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি মাওলানা জাহাঙ্গীর আলম বলেন, রাসুল সা. বিশ্বের ইতিহাসে এতটাই গুরুত্বপূর্ণ মহামানব ছিলেন, তাই আল্লাহ তার মর্যাদা, সম্মান সমগ্র পৃথিবীতে সবার উপরে অধিষ্ঠিত করেছেন। তিনি আমাদের সবার জন্য সর্বোত্তম আদর্শ। সুতরাং যে ব্যক্তি এই মহামানবকে সম্মান জানাবে, তার অনুশ্রিত পথ অনুসরণ করে জীবনের প্রতিটি দিক ও বিভাগ রাঙাবে, আল্লাহতায়ালাও ওই ব্যক্তিকে সম্মানিত করবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মদিনা বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী কারি হাফিজ মুয়াজ আহমাদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হারুনুর রশীদ ভূঁইয়া, ইঞ্জিনিয়ার এমাদ উদ্দিন, কমিউনিটি নেতা মাওলানা রবিউল ইসলাম, বিশিষ্ট শিল্পপতি হাবীবুল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী মাহদী বিল্লাহসহ মদিনা কমিউনিটির উপদেষ্টারা।
Discussion about this post