মধ্যপ্রাচ্যের তিন দেশে নিষিদ্ধ করা হয়েছে সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত সিনেমা ‘টাইগার থ্রি’। বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামা।
দীপাবলি উৎসবে রোববার মুক্তি পাবে মণীশ শর্মার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টাইগার থ্রি’। অগ্রিম বুকিং শুরুর পর ইতোমধ্যেই কয়েক কোটি রুপি আয় করেছে সিনেমাটি।
তবে ব্যাপক প্রচারণার মধ্যেই ওমান, কুয়েত এবং কাতারে সিনেমাটির মুক্তি নিষিদ্ধ করা হয়েছে। এর কারণ হিসেবে সিনেমায় ইসলামী দেশ ও চরিত্রলোকে নেতিবাচক হিসেবে উপস্থাপন করার কথা বলা হয়েছে।
সিনেমার খলনায়ক ইমরান হাশমি, স্পষ্টতই একটি বৈশ্বিক সন্ত্রাসী সংগঠনের নেতার ভূমিকায় অভিনয় করেছেন। এর মাধ্যমে ইসলামী দেশগুলোকে নেতিবাচক হিসেবে তুলে ধরা হয়েছে বলে অনেকে মনে করছেন। আবার অনেকের অনুমান, তোয়ালে পরে ক্যাটরিনা কাইফের অ্যাকশন দৃশ্যের কারণেও এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়ে থাকতে পারে।
‘টাইগার থ্রি’র সঙ্গে যুক্ত একটি সূত্র বলিউড হাঙ্গামাকে বলে, ‘মধ্যপ্রাচ্যে সিনেমাটি নিষিদ্ধের খবর সঠিক নয়।
কয়েকটি দেশের কর্তৃপক্ষ সিনেমার বিষয়বস্তু নিয়ে তাদের কিছু পর্যবেক্ষণ আমাদের জানিয়েছেন। কিন্তু এখনো নিষিদ্ধ করেননি। তাদের সঙ্গে আলোচনা চলছে। সব ঠিক থাকলে অবশ্যই ওই অঞ্চলে (মধ্যপ্রাচ্য) সিনেমাটি মুক্তি পাবে।’
ঠিক কোনো বিষয় নিয়ে আপত্তি করেছে দেশগুলো? জানতে চাইলে সূত্রটি আরও বলে, ‘সিনেমাটিতে থাকা ভারত-পাকিস্তান নিয়ে বক্তব্য, সন্ত্রাসীদের পরিচয় নিয়ে কিছু বিষয়ে তারা নিজেদের পর্যবেক্ষণ দিয়েছে। এটা নতুন কিছু নয়, অতীতেও তারা নানা বিষয় নিয়ে আপত্তি করেছে। চলতি বছরই ‘পাঠান’ ও ‘গদার ২’ মুক্তির সময় এ বিষয়গুলো ওঠে এসেছিল। ‘টাইগার থ্রি’ নিয়ে আজকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
এবারের সিনেমায় দর্শকদের জন্য থাকছে বিশেষ চমক। সিনেমায় শাহরুখ খানের ক্যামিওর কথা অনেক আগেই নিশ্চিত করা হয়েছিল। তবে সম্প্রতি একটি প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী, সিনেমায় শাহরুখ ছাড়াও দর্শকরা দেখতে পাবেন হৃতিক রোশনকে।
Discussion about this post