আগামী ১০ এপ্রিল মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ‘আমিরাত জ্যোতির্বিদ্যা সংস্থা’র বরাতে গালফ নিউজের এক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১০ এপ্রিল দেশটিতে ঈদুল ফিতর পালিত হতে পারে। আমিরাত জ্যোতির্বিদ্যা সংস্থার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেছেন, আগামী ১০ এপ্রিল বুধবার ঈদ হতে পারে। যার অর্থ এবার মুসল্লিরা ৩০টি রোজা রাখবেন।
কাকতালীয়ভাবে শাহিওয়াল বা ঈদের চাঁদের জন্মের দিন আগামী ৮ এপ্রিল পূর্ণ সূর্যগ্রহণ হবে। মধ্যরাতের আগে অর্ধচন্দ্রের উদয় হওয়ার অর্থ এর পরের দিন বেশিরভাগ ইসলামিক দেশে সূর্যাস্তের পর চাঁদ দেখা যাবে।
মধ্যপ্রাচ্যে যদি ১০ এপ্রিল ঈদ হয় তাহলে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে আগামী ১১ এপ্রিল ঈদ পালিত হবে।
মুসলমানদের মধ্যে ধর্মীয়, সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক তাৎপর্য বহন করে ঈদুল ফিতর , যা সম্প্রদায়ের মধ্যে কৃতজ্ঞতা, নতুনত্ব এবং ঐক্যের প্রতীক।
ঈদুল ফিতর উদযাপনের মাধ্যমে রোজার চূড়ান্ত এবং আধ্যাত্মিক বিষয়টির সমাপ্তি ঘটে।
টিবি/
Discussion about this post