তুমুল সমালোচনার মুখে পড়েছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। নাটকে সস্তা প্রমোশন করতে গিয়ে বিপাকে পড়েছেন তিনি। শেষ পর্যন্ত সমালোচনার মুখে ফেসবুক পালালেন সাদিয়া আয়মান।
সম্প্রতি ফেসবুকে একটি নাটকের প্রমোশনের লাইভ করেছিলেন এই অভিনেত্রী। সাদিয়া আয়মান সেখানে বলেছিলেন, আমি বেশ কিছুদিন ধরে একটা বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি। আমি জানি না, এটা কেন হচ্ছে। তবে বিষয়টা কয়েকবার ঘটেছে দেখেই আজকে লাইভে এসেছি।
তিনি আরও বলেন, ‘গত কয়েকদিন আগে আমি একটা শুট শেষ করে বাসায় ফিরছিলাম, তখন রাস্তায় যাওয়ার পথে দেখি পা থেকে মাথা পর্যন্ত একজন কালো কেউ আমার গাড়ির সামনে চলে আসে। এরপর গাড়ি থামিয়ে নেমে দেখি সেখানে কেউ নেই।’
মূলত একটি ওয়েব ফিল্মে কাজ করেছেন সাদিয়া। ঢাকার রহস্যজনক কিছু ঘটনাকে কেন্দ্র করে এর কাহিনি। সেই ওয়েব ফিল্মের প্রচারণার কৌশল হিসেবেই সাদিয়ার এই ‘ফেসবুক লাইভ’ নাটক করেছেন।
এদিকে ঘটনার পর তুমুল সমালোচনার মুখে এখন এ অভিনেত্রী আইডি ডিএক্টিভেট করে রেখেছেন। ফেসবুকে তার আইডি সার্চ দিলে কোনো তথ্য দেখা যাচ্ছে না।
এই অভিনেত্রীর সমালোচনা করে সাদিয়া ইসলাম নামে একজন নেটিজেন লিখেছেন, ‘আপনার কী কমনসেন্সের অভাব? আপনি যদি কাজের প্রমোশন করবেন তাহলে লাইভ শেষে বলতে পারতেন এটা। না বলে হুট করে কেটে দিলেন। মাঝ রাতে জাতির ইমোশন নিয়ে খেলার কী দরকার ছিল।’
রবিউল ইসলাম লিখেছেন, ‘মানুষ কাকে বিশ্বাস করবে? সাদিয়া আয়মানের মতো বড় অভিনেত্রী এত বড় প্রতারণা ধোঁকা দিল। আর আপনারা এত রাতে তার লাইভ দেখে আবার আতঙ্কে তার জন্য চিন্তিত হচ্ছিলেন? হায়রে মাইয়া মানুষ এই আপনাদের অভিনেত্রী একেই বলে সত্যিকারের অভিনেত্রী ফালতু যত্তসব।’
এস এইচ/
Discussion about this post