মেষ রাশি
মেষ রাশির জাতকরা ব্যবসার জন্য কোনও ব্যাঙ্ক বা সংস্থা থেকে ঋণ গ্রহণের পরিকল্পনা করে থাকলে, তা বাতিল করুন। কারণ ঋণ গ্রহণের জন্য সময় অনুকূল নয়। আজ যে ঋণ নেবেন, তা শোধ করা কঠিন হয়ে পড়বে। ছাত্রছাত্রীদের শিক্ষা গ্রহণের জন্য দূরে যেতে হবে। পুরনো বন্ধুদের কাছ থেকে সহযোগিতা পাবেন এই রাশির জাতকরা। বন্ধু সংখ্যা বৃদ্ধি পাবে। রাত্রিবেলা বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে পারেন।
বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের অধিক দৌড়ঝাপ করতে হবে। পায়ে আঘাত লাগতে পারে। কোনও কাজে মন খুলে লেনদেন করবেন, এর দ্বারা ভবিষ্যতে প্রচুর লাভ অর্জন করতে পারবেন। এর ফলে আপনাদের আর্থিক পরিস্থিতি উন্নত হবে। সন্ধ্যাবেলা শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পাবেন।
মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের কোনও রোগ থাকলে, কষ্ট বৃদ্ধি হবে। অর্থের অপচয় করবেন না, তা না-হলে আর্থিক পরিস্থিতি দুর্বল হতে পারে। সন্তানের সঙ্গে সম্পর্কযুক্ত কোনও শুভ সংবাদ পেতে পারেন, যা আপনার মনে আনন্দের সঞ্চার করবে। সামাজিক কাজে বাধা উৎপন্ন হতে পারে।
কর্কট রাশি
কর্কট রাশির জাতকরা সন্তানকে ভালো কাজ করতে দেখবেন, এর ফলে তাঁদের ওপর আপনার বিশ্বাস দৃঢ় হবে। মায়ের তরফে প্রেম ও সহযোগিতা লাভ করবেন। সুখ-সুবিধায় অর্থ ব্যয় করবেন এই রাশির জাতকরা, যা দেখে শত্রু ঈর্ষান্বিত হবে। বাবার যত্ন নিন, কারণ তিনি অসুস্থ হতে পারেন। পরিশ্রম করলে ভালো ফলাফল অর্জন করবেন।
সিংহ রাশি
সিংহ রাশির জাতকরা মানসিক অবসাদের শিকার হবেন। পথভ্রষ্ট হতে পারেন। মা-বাবার আশীর্বাদ এবং পরামর্শে সন্ধ্যার মধ্যে সঠিক পথ খুঁজে পাবেন। চোখের সমস্যা ধীরে ধীরে সেরে উঠবে। শ্বশুরবাড়ির কোনও সদস্য আপনার কাছ থেকে আর্থিক সাহায্য চাইলে ভালোভাবে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত গ্রহণ করুন, কারণ সম্পর্কে ফাটল ধরতে পারে।
কন্যা রাশি
কন্যা রাশির জাতকদের আজ নিজের সমস্ত কাজ সম্পন্ন করতে হবে। আলস্য ত্যাগ করে ব্যবসা ও বাড়ির অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে পারবেন। মা-বাবার সহযোগিতা লাভ করবেন। সুখে সময় কাটবে। জীবনসঙ্গীর তরফে শারীরিক কষ্ট সম্ভব। অর্থের অপচয় সম্ভব। আপনি সকলের ভালোর কথা চিন্তা করলেও অন্যেরা এতে আপনার স্বার্থ অনুসন্ধানের চেষ্টা করবেন। তবে এসব ভেবে দুশ্চিন্তিত হবেন না।
তুলা রাশি
তুলা রাশির জাতকদের অধিকার ও ধনবৃদ্ধি হবে। অন্যের ভালোর কথা চিন্তা করবেন ও মন খুলে তাঁদের সেবা করবেন। নতুন কাজে লগ্নির জন্য সময় ভালো, ভবিষ্যতে ভালো লাভ হবে। চাকরি ও ব্যবসায়ে মুনাফা অর্জন সম্ভব। পারিবারিক সম্পত্তির ভাগবাটোয়ারা হতে পারে। বাণী মাধুর্য বজায় রাখুন।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতকরা নিজের মনের মধ্যে রাগ পুষে রাখবেন। ব্যবসা সম্প্রসারণের চেষ্টা ফলদায়ী প্রমাণিত হবে। আইনি বিবাদে সাফল্য লাভ করবেন। চাকরি ও ব্যবসায়ে কোনও বিবাদে জড়াবেন না। কারণ তা আইনি মামলায় পরিণত হতে পারে। সন্ধ্যাবেলা কোনও শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন।
ধনু রাশি
ধনু রাশির জাতকরা আজ পরোপকারের কাজে সময় কাটাবেন। ধর্মীয় ও রাজনৈতিক কাজে রুচি বাড়বে। পরোপকারের কাজেও অর্থ ব্যয় হবে। আর্থিক পরিস্থিতি উন্নত হবে এই রাশির জাতকদের। পেটের গোলযোগ সম্ভব, তাই সতর্ক থেকে খাওয়া-দাওয়া করুন। ছাত্রছাত্রীরা নিজের গুরুজনদের আশীর্বাদ পাবেন। ভাই-বোনের সাহায্যে ব্যবসায় উন্নতি হবে।
মকর রাশি
মকর রাশির জাতকরা দামী বস্তু ক্রয়ের পাশাপাশি অনাবশ্যক ব্যয়ের মুখে পড়বেন। অনিচ্ছা সত্ত্বেও এই ব্যয়ভার আপনাদের বহন করতে হবে। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। ভবিষ্যতের জন্য কোনও লগ্নি করে থাকলে লাভান্বিত হবেন এই রাশির জাতকরা। ব্যবসায় মনোনিবেশ করবেন। আটকে থাকা কাজ সম্পন্ন হবে। সন্তানের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকরা সুফল পাবেন আজ। বুদ্ধি ও বিবেকের সাহায্যে নতুন কিছু আবিষ্কার করবেন। ব্যবসা সাফল্যের শীর্ষে নিয়ে যাবেন। নিজের প্রয়োজনীয়তাগুলিকে সীমিত রাখুন, তা না-হলে লোকসান হতে পারে। পরিজনদের প্রতারণার শিকার হবেন। তাই সতর্ক থাকুন।
মীন রাশি
মীন রাশির জাতকদের আজকের দিনটি ভালো কাটবে। পরিশ্রমের ভালো ফল পাবেন এই রাশির জাতকরা। সুখ-সুবিধায় অর্থ ব্যয় করবেন, যা দেখে শত্রুরাও চিন্তিত থাকবেন। চোখের সমস্যা দূর হবে। ভাই-বোনের সাহায্য লাভ করবেন এই রাশির জাতক। আর্থিক সাহায্যের প্রয়োজন হতে পারে। পড়াশোনা বা চাকরির জন্য বিদেশ যাত্রার যোগ রয়েছে। শুভ অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাবেন।
এস এম/
Discussion about this post