মব জাস্টিসকে পুলিশ এখন ভয় পায় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। একইসঙ্গে আইন হাতে তুলে নিলেই পুলিশ অ্যাকশন নেবে বলে হুঁশিয়ার করেছেন তিনি।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে তিনি সিলেট সফরকালে সিলেট মেট্রোপলিটনের (এসএমপি) এয়ারপোর্ট থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
অস্ত্র উদ্ধার নিয়ে তিনি বলেন, এখনো সব অস্ত্র উদ্ধার হয়নি, অস্ত্র উদ্ধারে চেষ্টা করছে সরকার। পাশাপাশি আইন নিজের হাতে তুলে নিলেই পুলিশ অ্যাকশন নেবে। মব জাস্টিস পুলিশ ভয় পায় না।
৫ আগস্টের পর পুলিশের কার্যক্রম নিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে। রোজার সময় আপনারা দেখেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো ছিল। পুলিশের থেকে আশা অনেক। কিন্তু তাদের থাকা-খাওয়ার অনেক অসুবিধা রয়েছে। থাকা খাওয়ার উন্নতি করা দরকার। এ বিষয়টি মিডিয়ারও দেখা দরকার।
পুলিশের ভ্যান থেকে আসামি ছিনতাই সম্পর্কে তিনি বলেন, এসব অপরাধীদের আইনের আওতায় আনা হয়েছে। তবে অ্যাকশন নিতে কিছুটা দেরি হয় কেননা অনেক থানা পুড়িয়ে দেওয়া হয়েছে।
এসময় এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইসরায়েল বিরোধী বিক্ষোভ মিছিল থেকে সিলেটসহ দেশের বিভিন্ন জায়গায় যারা লুটপাট করেছে তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে না। ভিডিও ফুটেজ দেখে দেখে তাদেরকে শনাক্ত করে গ্রেপ্তার করা হচ্ছে। এ ক্ষেত্রে তারা কার আত্মীয়, কার স্বজন এসব কোনোকিছুই বিবেচনা করা হচ্ছে না। যে অন্যায় করেছে, তাকেই আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। সবার প্রতি একটাই অনুরোধ, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না।
ইন্টারপোলে শেখ হাসিনার গ্রেপ্তারি পরোয়ানার আপডেট নিয়ে তিনি বলেন, ইন্টারপোলের আপডেটটা আগে যা ছিল ওই অবস্থায়ই আছে। আপডেট হলে আপনাদের জানাব।
এ ইউ/
Discussion about this post