পশ্চিমবঙ্গের জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘দিদি নম্বর ১’। জি বাংলা’র জনপ্রিয় এই শো সঞ্চালনা করেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি। সাধারণ প্রতিযোগীদের পাশাপাশি টলিউডের অনেক জনপ্রিয় তারকাও অংশ নিয়েছেন এই শোতে।
শোনা যাচ্ছে, পশ্চিমবঙ্গের দিদি অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন এই শোতে! কিন্তু সংশ্লিষ্টদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তবে কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার এর একটি সংবাদ এ বলা হয়, আগামী ২১ ফেব্রুয়ারি ‘দিদি নম্বর ১’র বিশেষ একটি পর্বে দেখা যেতে পারে মমতাকে।
এদিকে গেল মাসে হঠাৎ মমতার কার্যালয়ে গিয়েছিলেন রচনা। প্রথমে সবাই ভেবেছিল, হয়ত মমতার রাজনৈতিক দল তৃণমূলে যোগ দেবেন অভিনেত্রী। কিন্তু সেই গুঞ্জন উড়িয়ে দেন তিনি। জানান, ‘দিদি নম্বর ১’ অনুষ্ঠান নিয়েই কথা বলেছেন তারা। মূলত সেখান থেকেই গুঞ্জনের সূত্রপাত।
শোনা যাচ্ছে, আগামী ২১ ফেব্রুয়ারি হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে অনুষ্ঠানটির পর্ব ধারণ করা হবে। আর তাতে হাজির হবেন মুখ্যমন্ত্রী মমতা। শুধু তিনিই নন, ওই পর্বে ক্রিকেট কিংবদন্তি সৌরভ গাঙ্গুলির স্ত্রী ডোনা গাঙ্গুলিও অংশ নেবেন। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার কারণে বিশেষ বৈঠকও ডাকা হয়েছে।
উল্লেখ্য, ২০১০ সালে শুরু হয়েছিল ‘দিদি নম্বর ১’ অনুষ্ঠানটি। প্রথম সিজনে এটি সঞ্চালনা করতেন পুষ্পিতা মুখোপাধ্যায়। দ্বিতীয় আসরে আসেন রচনা ব্যানার্জি। এরপর জুন মালিয়া ও দেবশ্রী রায়কেও সঞ্চালকের ভূমিকায় পাওয়া গিয়েছিল। তবে অনেক বছর ধরে রচনাই চালিয়ে যাচ্ছেন হাসি-আড্ডা আর মজাদার বিভিন্ন খেলায় সাজানো এই অনুষ্ঠান। এটি প্রচারিত হয় জি বাংলায়।
এস কে আই/
Discussion about this post