ময়মনসিংহে একটি সিএনজি ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে একজন নিহত ও অন্তত ৫ জন আহত হয়েছেন।
সোমবার (৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে নগরীর রহমতপুর বাইপাস মোড়ের আজাহার ফিলিং স্টেশনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান গণমাধ্যমকে বলেন, আগুনের ঘটনায় একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন। তবে কীভাবে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি।
তিনি আরও বলেন, নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। বিস্তারিত পরে জানা যাবে।
এ বিষয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় একঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে।
Discussion about this post